জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ালে ৩১ শতাংশ নবজাতকের মৃত্যুরোধ করা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
সোমবার সচিবালয়ে সাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব মাতৃদুগ্ধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ালে ১৩ শতাংশ অনুর্ধ্ব পাঁচ বছর বয়সের শিশুমৃত্যু রোধ করা সম্ভব। এছাড়াও ছয় মাস বয়সের পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিপূরক খাবার খাওয়ালে আরো ৬ শতাংশ শিশু মৃত্যু রোধ করা যায় বলে জানান তিনি। সারাবিশ্বেও সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ১-৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সরকারিভাবে পালন করার কথা ছিল। তবে ঈদুল ফিতরের কারণে অনুষ্ঠানসূচির পরিবর্তন করা হয়েছে। এবারে এই দিবসটির প্রতিপাদ্য ‘মায়ের দুধে শিশুর হাসি, মা তোমাকে ভালোবাসি।’
মন্ত্রী বলেন, বাংলাদেশে মাতৃদুগ্ধ পানের সরকারি নীতি ও কার্যক্রম রয়েছে। ৪৭ শতাংশ নবজাতকে জন্মের এক ঘণ্টার মধ্যে মাতৃদুগ্ধ দেয়া হয়।
মায়ের দুধ পানের হার ৫০ শতাংশ বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০১১ সালের বিডিএইচএস এর তথ্য মতে, ০-৬ মাস বয়সের শিশুদের শুধু মায়েদের দুধ পান করানোর হার ৬৪ শতাংশ অথচ ২০০৭ সালে এর হার ছিল ৪৩ শতাংশ।
শিশু হাসপাতালের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, ২০০১ সাল পর্যন্ত ৬০০ হাসপাতালের মধ্যে ৪৯৯টি হাসপাতাল প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মূল্যায়নের মাধ্যমে বিএফএইচআই তে রূপান্তরিত করা হয়। এর মধ্যে অনেক হাসপাতাল পুনরায় শক্তিশালী করা দরকার। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এইচপিএনএসডিপি’র আওতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহায়তায় বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের মাধ্যমে ৬৩ টি হাসপাতাল/উপজেলা কমপ্লেক্সগুলোকে পুনরুজ্জীবিত করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব দেশের অন্যান্য হাসপাতালগুলোকে পুনরুজ্জীবিত করা হবে।
বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আযোজন করা হয়েছে। এর মধ্যে ২০ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে সন্ধ্যা ৭টায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বিষয়ে আলোচনা, ২১ আগস্ট সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, রেডিও টিভিতে টকশো, গোলটেবিল বৈঠক, মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে নার্সদের নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে সেমিনার ও আলোচনা, জেলা, উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মীদের কাউন্সিলিংসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সূত্র - natunbarta.com

