বাংলাদেশে সাতদিনের শুভেচ্ছা সফরে এসেছে চীনের নৌবাহিনীর অত্যাধুনিক চিকিৎসা জাহাজ (হসপিটাল শিপ) ‘পিস আর্ক’।
সোমবার সকাল ১১টায় চাইনিজ পিপলস লিবারেশন আর্মি শিপ পিস আর্ক নামে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে। জাহাজটিতে মিশন কমান্ডার হিসেবে আছেন চীনের নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল সিন হাউ।
চীনের হসপিটাল শিপটি চট্টগ্রাম বন্দরে সাতদিন অবস্থান করে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে। এ উপলক্ষে বন্দরে বাংলাদেশ নৌ-বাহিনী আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এসময় তিনি বলেন,‘সার্কের পর্যবেক্ষক দেশ চীন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। আগে পশ্চিমাদের উত্থান ঘটেছিল এখন পূর্বের সময়।’
হাসপাতাল জাহাজ প্রসঙ্গে তিনি বলেন,‘চীনের এই হাসপাতাল জাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসায় দু’দেশের বন্ধুত্বের সম্পর্কের জোরদারের পাশাপশি জনগণেরও সম্পৃক্ততা বাড়বে।’
শিপ হাসপাতালের সেবা এশিয়ার জন্য মঙ্গলজনক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন,‘পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে চীন-বাংলাদেশ সম্পর্ক অত্যেন্ত গুরুত্বপূর্ণ। দু’দেশের সম্পর্ক উন্নয়নে পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌ-প্রধান (লজিস্টিক) রিয়ার এডমিরাল এম সাইফুল কবির, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জু, এরিয়া কমান্ডার কমোডর আক্তার হাবিব প্রমুখ বক্তব্য দেন।
নৌ-বাহিনীর সহকারী প্রধান এম সাইফুল কবির বলেন,‘চীনা নৌ বাহিনীর অত্যাধুনিক শিপ হাসপাতাল বাংলাদেশে আসায় দু’দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোড়ালো হবে।’
তিনি বলেন,‘বাংলাদেশ নৌ-বাহিনীর ব্যবস্থাপনায় চাইনীজ হাসপাতাল জাহাজের এই যৌথ চিকিৎসা সুবিধা স্থানীয় জনসাধারণের কল্যাণে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া দুই দেশের নৌ-বাহিনীর এ উদ্যোগ চিকিৎসা ক্ষেতে পারস্পরিক তথ্য অভিজ্ঞতা বিনিময়কে সুসংহত করবে।’
চীনা রাষ্ট্রদূত লি জু বলেন,‘চীন বাংলাদেশের পাশে থেকে বিভিন্ন ইস্যু নিয়ে সব সময় একসঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিপ হাসপাতাল বাংলাদেশে সফরে এসেছে।’
দু’দেশের দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়নে চীন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে তিনি জানান।
অনুষ্ঠানে জানানো হয়, মঙ্গলবার (২০ আগস্ট) থেকে ২৫ আগস্ট পর্যন্ত নেভাল কলোনী-১ ও ২-এ ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন।
এসময় তারা হৃদরোগ, শ্বাসকষ্ট,পরিপাকতন্ত্রে জটিলতা, অর্থপেডিক, স্ত্রী, শিশু,চর্ম, নাক-কান ও গলা সংক্রান্ত রোগের চিকিৎসা দেবেন। এরপর ২৫ আগস্ট শিপ হাসপাতালটি বাংলাদেশ ত্যাগ করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেইজিংয়ের অত্যাধুনিক হাসপাতালের সমতুল্য পিস আর্ক জাহাজে তিন’শটি শয্যার পাশাপাশি ৮টি মেডিকেল অফিস, ৮টি অপারেশন থিয়েটার এবং স্বতন্ত্র আইসিইউ ও ডেন্টাল ইউনিট আছে। অপারেশন থিয়েটারে দিনে ৪০টি অস্ত্রোপচার সম্ভব।
এতে চিকিৎসা দিচ্ছেন ৪৬জন বিশেষজ্ঞসহ মোট ১০২ জন চিকিৎসক যাদের মধ্যে ১৫ জন পিএইচডি ডিগ্রীধারী ডাক্তার আছেন। এছাড়া জাহাজে নাবিকসহ ৩১১জন কর্মকর্তা আছেন।
জাহাজটি শুভেচ্ছা সফরে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে থাকে। সর্বশেষ সেটি ভারতে অবস্থান করছিল। সেখান থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে।
জাহাজটি ১৭৮ মিটার দৈর্ঘ্যের এই শিপ হাসপাতালটির ২৪ মিটার প্রশস্ত এবং উচ্চতায় ৩৫ দশমিক ৫ মিটার। জাহাজটিতে জরুরি রোগীর সেবার জন্য একটি হেলিকপ্টার রয়েছে।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

