home top banner

খবর

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের হসপিটাল শিপ
১৯ অগাস্ট, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   26

বাংলাদেশে সাতদিনের শুভেচ্ছা সফরে এসেছে চীনের নৌবাহিনীর অত্যাধুনিক চিকিৎসা জাহাজ (হসপিটাল শিপ) ‘পিস আর্ক’।

সোমবার সকাল ১১টায় চাইনিজ পিপলস লিবারেশন আর্মি শিপ পিস আর্ক নামে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে। জাহাজটিতে মিশন কমান্ডার হিসেবে আছেন চীনের নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল সিন হাউ।

চীনের হসপিটাল শিপটি চট্টগ্রাম বন্দরে সাতদিন অবস্থান করে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে। এ উপলক্ষে বন্দরে বাংলাদেশ নৌ-বাহিনী আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এসময় তিনি বলেন,‘সার্কের পর্যবেক্ষক দেশ চীন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। আগে পশ্চিমাদের উত্থান ঘটেছিল এখন পূর্বের সময়।’

হাসপাতাল জাহাজ প্রসঙ্গে তিনি বলেন,‘চীনের এই হাসপাতাল জাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসায় দু’দেশের বন্ধুত্বের সম্পর্কের জোরদারের পাশাপশি জনগণেরও সম্পৃক্ততা বাড়বে।’

শিপ হাসপাতালের সেবা এশিয়ার জন্য মঙ্গলজনক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন,‘পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে চীন-বাংলাদেশ সম্পর্ক অত্যেন্ত গুরুত্বপূর্ণ। দু’দেশের সম্পর্ক উন্নয়নে পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌ-প্রধান (লজিস্টিক) রিয়ার এডমিরাল এম সাইফুল কবির, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জু, এরিয়া কমান্ডার কমোডর আক্তার হাবিব প্রমুখ বক্তব্য দেন।

নৌ-বাহিনীর সহকারী প্রধান এম সাইফুল কবির বলেন,‘চীনা নৌ বাহিনীর অত্যাধুনিক শিপ হাসপাতাল বাংলাদেশে আসায় দু’দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোড়ালো হবে।’

তিনি বলেন,‘বাংলাদেশ নৌ-বাহিনীর ব্যবস্থাপনায় চাইনীজ হাসপাতাল জাহাজের এই যৌথ চিকিৎসা সুবিধা স্থানীয় জনসাধারণের কল্যাণে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া দুই দেশের নৌ-বাহিনীর এ উদ্যোগ চিকিৎসা ক্ষেতে পারস্পরিক তথ্য অভিজ্ঞতা বিনিময়কে সুসংহত করবে।’

চীনা রাষ্ট্রদূত লি জু বলেন,‘চীন বাংলাদেশের পাশে থেকে বিভিন্ন ইস্যু নিয়ে সব সময় একসঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিপ হাসপাতাল বাংলাদেশে সফরে এসেছে।’

দু’দেশের দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়নে চীন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে তিনি জানান।

অনুষ্ঠানে জানানো হয়, মঙ্গলবার (২০ আগস্ট) থেকে ২৫ আগস্ট পর্যন্ত নেভাল কলোনী-১ ও ২-এ ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন।

এসময় তারা হৃদরোগ, শ্বাসকষ্ট,পরিপাকতন্ত্রে জটিলতা, অর্থপেডিক, স্ত্রী, শিশু,চর্ম, নাক-কান ও গলা সংক্রান্ত রোগের চিকিৎসা দেবেন। এরপর ২৫ আগস্ট শিপ হাসপাতালটি বাংলাদেশ ত্যাগ করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেইজিংয়ের অত্যাধুনিক হাসপাতালের সমতুল্য পিস আর্ক জাহাজে তিন’শটি শয্যার পাশাপাশি ৮টি মেডিকেল অফিস, ৮টি অপারেশন থিয়েটার এবং স্বতন্ত্র আইসিইউ ও ডেন্টাল ইউনিট আছে। অপারেশন থিয়েটারে দিনে ৪০টি অস্ত্রোপচার সম্ভব।

এতে চিকিৎসা দিচ্ছেন ৪৬জন বিশেষজ্ঞসহ মোট ১০২ জন চিকিৎসক যাদের মধ্যে ১৫ জন পিএইচডি ডিগ্রীধারী ডাক্তার আছেন। এছাড়া জাহাজে নাবিকসহ ৩১১জন কর্মকর্তা আছেন।

জাহাজটি শুভেচ্ছা সফরে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে থাকে। সর্বশেষ সেটি ভারতে অবস্থান করছিল। সেখান থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

জাহাজটি ১৭৮ মিটার দৈর্ঘ্যের এই শিপ হাসপাতালটির ২৪ মিটার প্রশস্ত এবং উচ্চতায় ৩৫ দশমিক ৫ মিটার। জাহাজটিতে জরুরি রোগীর সেবার জন্য একটি হেলিকপ্টার রয়েছে।

সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: মাদকাসক্ত সন্তানকে আটক নয়, চিকিৎসার পরামর্শ মনোবিদদের
Previous Health News: নিউজিল্যান্ড থেকে আসা শিশুখাদ্য পরীক্ষা করা হবে

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')