ভারতে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তার নতুন সিনেমা চেন্নাই এক্সপ্রেসের প্রচারণায় গিয়ে এ উদ্বেগের কথা জানান তিনি।
শাহরুখ বলেন, "কোনও বিশেষ শহরের নয়, মহিলাদের নিরাপত্তা পুরো দেশের চিন্তার বিষয়, এমনকি গোটা বিশ্বের। সব সময়ই আমরা ঘটনা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলতে পারি না যে এটা খারাপ...আমি মনে করি আমরা সন্তানদের যেভাবে বড় করি, সেটা আমাদের বদলানো উচিত। আমাদের নিজেদের পুত্র সন্তানদের শেখানো উচিত কীভাবে ভাল, ভদ্র ও সম্মানীয় মানুষ হতে হয়। আমি এখন সেটা করতে শুরু করেছি।"
তিনি আরও বলেন, "যখন আমি আমার ছেলের সঙ্গে কথা বলি, আমি কখনই ওর গার্লফ্রেন্ডদের নিয়ে কথা বলি না। আমি ওকে বলি, কখনও কোনও মেয়েকে কষ্ট দিও না। ওদের সঙ্গে ভদ্রভাবে মেশো। কোনও মহিলার ওপর অত্যাচার দেখে যদি কোনও দিন চুপ করে থাক, তাহলে তোমার বাবা, মা কোনওদিন তোমাকে ক্ষমা করবে না,"।
আগামী ৯ অগাস্ট মুক্তি পাচ্ছে রোহিত শেট্টি পরিচালিত চেন্নাই এক্সপ্রেস। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাডুকোন।
সূত্র - poriborton.com

