ধানের তুষচূর্ণ থেকে তৈরি ওষুধ মলাশয়ের ক্যানসার রোধে কতটুকু কার্যকর হতে পারে-সেই ব্যাপারে বিশদভাবে জানবার জন্যে পরীক্ষাগারে গবেষণা চলছে। ইউনিভার্সিটি অব কলোরাডোর রেডিলজিক্যাল হেলথ সাইন্সেস বিভাগের অধ্যাপক এলিজাবেথ পি.রায়েন এই ব্যাপারে বলেছেন, “তুষের গুঁড়োর মধ্যে উপস্থিত জৈবযৌগের উপদান ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।”
ধানের তুষের মধ্যে অবস্থিত জৈবযৌগের উপাদান কেবল ক্যানসারের সেলের বৃদ্ধিকে আটকায় না, অধিকন্তু ক্যানসার সেলের চারপাশে অবস্থিত সুস্থ্ সেলগুলোর কার্যমতা আরো বাড়িয়ে দেয়।
‘দ্য জার্নাল অ্যাডভান্সেস ইন নিউট্রিশন’ এই সংবাদ প্রকাশ করেছে।
কলোরাডোতে প্রকাশিত অপর এক সংবাদে বলা হয়েছে,ধানের তুষ থেকে তৈরি ওষুধ মানুষের শরীরে ক্যানসার সংক্রমণের বিরুদ্ধে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকে জোরদার করতে পারে কিনা সে ব্যাপারটা খতিয়ে দেখার জন্য রায়েন এবং তার গবেষক সহকর্মীরা একযোগে কাজ করে চলেছেন।
এ ব্যাপারে রায়েন বলেছেন, পৃথিবীতে প্রায় এক লাখ প্রজাতির ধান আছে। প্রতিটি ধানের মধ্যেই উপস্থিত আছে অদ্বিতীয় জৈবযৌগের উপদান। এর মধ্যে ক্যানসার প্রতিরোধে শ্রেষ্ঠ জৈবযৌগের উপাদান সমৃদ্ধ ধানটিকে খুঁজে বের করা খুবই কঠিন কাজ।
সূত্র - natunbarta.com

