নিজস্ব বার্ন ট্রিটমেন্ট হাসপাতাল চালু করতে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কমপ্লেক্স প্রাঙ্গণে এ হাসপাতাল নির্মাণ করা হবে। আজ মঙ্গলবার সকালে মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কমপ্লেক্স প্রাঙ্গণে বার্ন ট্রিটমেন্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়াও এক মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিসকে চীন সরকারের দেওয়া ৫০টি অ্যাম্বুলেন্স গ্রহণ করেন মন্ত্রী। অ্যাম্বুলেন্স ছাড়াও ফায়ার সার্ভিসকে উদ্ধার যন্ত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান উপস্থিত ছিলেন। মহড়া অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ফায়ার সার্ভিস শুধু মহড়া দিয়ে ক্ষান্ত নয়, তাদের এই আয়োজনে নতুন মানুষ প্রশিক্ষণ পাচ্ছেন। আমাদের প্রস্তুতি আছে যেকোনো পরিস্থিতির জন্য। আরো যন্ত্রপাতি পাওয়া গেলে হয়ত ভালো কাজ করা যেত। রানা প্লাজার ভবনধসের সময় আমরা দেখেছি আমাদের ফায়ার সার্ভিসের লোকজন দক্ষতার সঙ্গে কাজ করেছে। তিনি জানান, উপজেলায় ফায়ার সার্ভিস সেবাকেন্দ্র চালু করা হবে, জমি অধিগ্রহণ শুরু হয়েছে।
সূত্র - কালের কণ্ঠ

