শনিবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ঢাকা ছাড়েন তিনি।
যাত্রা করার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মির্জা ফখরুল বলেন,“গলার ধমনীতে রক্ত চলাচলে জটিলতার চিকিৎসা নিতে আমি সিঙ্গাপুর যাচ্ছি। সেখানকার মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেবো।”
দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান,চিকিৎসা শেষে তিন দিন পর দেশে ফিরবেন তিনি।
গত বছর কারাগার থেকে মুক্তির পর ১৪ মে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময় ন্যাশনাল ইউনির্ভাসিটি হাসপাতালে তার চিকিৎসা হয়।
সূত্র - bdnews24.com

