home top banner

Health Tip

শারদ পোশাকের রকমারি
07 October,13
Tagged In:  hindu pooja  
  Viewed#:   166

রঙ ও কে ক্র্যাফটবাজল পূজার ঢাক। ষষ্ঠী থেকে দশমী—টানা পাঁচ দিনের শারদ উৎসব। পোশাকে ভিন্নতা না থাকলে কী জমে! দিনভেদে থাকবে পোশাক। তবে যে যা-ই বলুক, বাঙালির উৎসব মানে নারীর পরনে শাড়ি আর পুরুষের গায়ে পাঞ্জাবি। এই চিরন্তন পোশাকই আনে উৎসবের আমেজ। অবশ্য তরুণ-তরুণীদের নজর সালোয়ার-কামিজ ও ফতুয়া-জিনসে।

শরতের এই সময়টায় আবহাওয়ার আচরণ থাকে রহস্যময়। ক্ষণে বৃষ্টি, ক্ষণে রোদ। তাই পোশাক বাছাইয়ে প্রত্যেকেরই সচেতন হওয়া চাই। আরামদায়ক হবে বাহারি রঙের সুতির হালকা পোশাক। এতে উৎসবের আমেজ থাকবে, প্রশান্তিও থাকবে ষোলআনা।

শৈল্পিকফ্যাশন ডিজাইনার মণিদীপা দাশ বলেন, ষষ্ঠীতে দেবীর বোধনে পূজা শুরু হলেও জমে ওঠে সপ্তমী থেকে। এ জন্য সপ্তমী, অষ্টমী ও নবমীর পোশাক হওয়া চাই জমকালো। আর পূজার আয়োজন জমে রাতে তাই মেয়েরা ভারী কাজের সিল্ক ও মসলিনের শাড়ি বেছে নিতে পারেন। তরুণীরা সালোয়ার-কামিজের পাশাপাশি হাতের কাজের নকশাদার কুর্তা ও ফতুয়ার সঙ্গে লেগিংস বা জিনস পরলে ভালো মানাবে। দিনের পোশাকে হালকা কাজের পোশাকই নজর কাড়বে। তবে বিশেষ আকর্ষণ থাকে দশমীর পোশাকে। তাই ওই দিন গরদের শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে ফুটে উঠবে আভিজাত্য। ছেলেরা পাঞ্জাবির সঙ্গে ধুতি, চুড়িদার কিংবা জিনস পরে উৎসব উদ্যাপনে শামিল হতে পারেন।

বাজার ঘুরে দেখা গেছে, সুতি, ভয়েল, দোপিয়ান, মসলিন, গরদ ও বিভিন্ন সিল্কের কাপড়ের শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া এবং সালোয়ার কামিজের সমাহার। সবখানে পোশাকের রঙে লাল-সাদার প্রাধান্য। পাশাপাশি রয়েছে উজ্জ্বল রং—গোলাপি, ফিরোজা, বেগুনি, আকাশি, সবুজ, হলুদসহ হালকা রঙের পোশাকও।

শাড়িতে দেখা গেছে, অ্যাপ্লিক, লেইস, বিডস, এমব্রয়ডারি, ওয়াশ, হ্যান্ডপেইন্ট, ব্লক, স্ক্রিনপ্রিন্ট অর্থাৎ মিশ্র মাধ্যামের কাজ। নকশায় ব্যবহার করা হয়েছে টেরাকোটা, ঐতিহ্যবাহী নানা ফর্ম, ফুল, পাখি, লতাপাতা ও জ্যামিতিক ধরন। এ ছাড়া টারসেল, কারচুপি ও সিকোয়েন্সের ব্যবহারও রয়েছে। তরুণীদের কামিজে পূজায়ও লম্বা ঝুলের চল। ছেলেদের পাঞ্জাবিতে বরাবরের মতো খাটো ও সেমি লং ডিজাইন চলছে বেশি।

শিশুদের পোশাকে রয়েছে মেয়েদের সালোয়ার-কামিজ, টপস, স্কার্ট, ফ্রক, শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট-প্যান্ট, টি-শার্ট ইত্যাদি। বাচ্চাদের পোশাকে আরামের দিকটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রঙের ক্ষেত্রেও প্রাধান্য পেয়েছে উজ্জ্বল ও হালকা রং।

পিণনকেনাকাটা জমজমাট টেরি বাজার, বিপণিবিতান, রিয়াজউদ্দিন বাজার, মিমি সুপার মার্কেট ও স্যানমার ওশান সিটিতে। বিভিন্ন শ্রেণীর সব বয়সী ক্রেতা এসব বিপণিকেন্দ্রে পূজার কেনাকাটা সারছেন। ভিড় বেশি এক ছাদের নিচে সব পোশাকের দোকান মাসুম ক্লথ স্টোর, পরশমণি, অর্ণব, মনে রেখ, জাভেদ, বিগ বাজার প্রভৃতিতে।

টেরি বাজারের পরশমণিতে কেনাকাটা করতে আসা চট্টগ্রাম কলেজের ছাত্রী অঞ্জনা ঘোষ বলেন, ‘মূলত ঈদের সময় যেসব ডিজাইন এসেছে ঘুরেফিরে সেগুলোই। তার পরও দশমীর জন্য জমকালো কাজের সালোয়ার-কামিজ কিনেছি। অন্য দিনের জন্য ফতুয়া দেখছি।’

এদিকে বুটিক হাউস দেশী দশ, আড়ং, শৈল্পিক, নবরূপা পিণন, মিয়াবিবি, সালসাবিল, ডলস হাউস, শ্রেয়া-মুনমুনস, নক্ষত্র, বাঙালি বাবু, রমনীয়া ও চারু চট্টগ্রামেও ঢুঁ মারছেন ক্রেতারা।

আফমি প্লাজার দেশী দশের বুটিক হাউস রঙের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘এবার পূজার কেনাকাটা আগের তুলনায় অর্ধেক। আরও কয়েক দিন তো আছে, আশা রাখছি এই সময়টাতে বিক্রি বাড়বে।’


সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Cycling antibiotics might help combat resistance
Previous Health Tips: প্রশ্ন:মাছের ডিম খেলে কি কোলেস্টেরল বাড়ে?

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')