
হাতে সময় নেই। সকালে একবার সেজেগুজে বের হয়েছেন। আবার বাড়ি ফিরে আরেক বাসায় দাওয়াত। সন্ধ্যায় বন্ধুর বাড়ি যেতেই হবে। পোশাকটা না হয় তিন বেলা তিন রকম পরলেন, কিন্তু সাজ! সকালের সাজেই কি দুপুরে বের হবেন? সন্ধ্যার সাজটাই বা কেমন হবে? ঈদের দিন বলে কথা! তাই এখনই পোশাকের সঙ্গে সাজ কেমন হবে তা ঠিক করুন। পারসোনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান বলেন, যাঁরা অনেকবার বের হন, তাঁরা এমন সাজ সাজবেন, যাতে সহজেই সাজটা পরিবর্তন করে নেওয়া যায়। বারবার তো মেকআপ তুলে নতুন করে সাজার ধৈর্য ও সময় কোনোটাই থাকে না। তাই দিনের শুরুতে খুব চড়া মেকআপ না করাই ভালো।
সকালে শাড়ি বা সালোয়ার-কামিজ যাই পরুন না কেন, মুখে হালকা বেইস করে নিন। চোখে পোশাকের সঙ্গে মিলিয়ে রঙিন কাজল দিতে পারেন। ঠোঁটে থাকতে পারে হালকা গোলাপি বা পিচ রঙের কোনো লিপস্টিক। গয়নাও হতে হবে হালকা কিছু। আর চুলটা ব্লো ড্রাই করে খোলা রাখলে ভালো দেখাবে।
দুপুরে কোনো দাওয়াতে যেতে চাইলে শাড়ি পরতে পারেন। সকালের হালকা সাজের ওপরে আরেকবার প্রলেপ দিতে পারেন। গোলাপি রঙের ব্লাশন বুলিয়ে নিন। ঠোঁটের লিপস্টিকটা আরেকবার ঠিকঠাক করে নিন। আর বড় পরিবর্তন আনতে পারেন চুলে। ঈদ উপলক্ষে আগেই কিনে আনুন কৃত্রিম বেণী।
চুলটাকে পেঁচিয়ে বেঁধে নিতে পারেন। এবার ওপর দিয়ে কৃত্রিম বেণীটা দিয়ে সাজিয়ে নিন চুল। সকালে এক ছড়া মুক্তার মালার সঙ্গে আরেক ছড়া মুক্তার মালা পরতে পারেন। কপালে পরুন ছোট টিপ।
দুপুরের দাওয়াতের পর বাড়ি ফিরে একটা হালকা সুতির শাড়ি পরতে পারেন। তখন চুলটা বেঁধে একপাশ করে রাখা যেতে পারে। কানে হালকা কোনো মুক্তার গয়না। ঠোঁটের লিপস্টিক আগের মতোই থাকতে পারে। বিকেলেও এই সাজ মানাবে।
সন্ধ্যা নামতে শুরু করেছে। এবার আরেকবার সাজার পালা। শাড়িটা হতে পারে একটু জমকালো। চুলটা একটু কোঁকড়া করে খোলা রাখতে পারেন। গয়নাও হতে পারে ভারী।
ঈদের দিনের শেষ সাজ। সন্ধ্যায় যে শাড়িটা পরেছিলেন, সেটিও পরতে পারেন। তবে সাজটা অবশ্যই হতে হবে জমকালো। এ সময় কমপ্যাক্ট পাউডার দিয়ে প্রথমে মুখে সতেজ ভাব আনতে হবে। তারপর চোখের কাজল আই ব্রাশ দিয়ে আলতো ঘষে স্মোকি লুক আনুন।
চোখের নিচের পাতায় আইশ্যাডোর প্রলেপ দিন। ব্লাশনটা একটু গাঢ় করে দিয়ে ব্রোঞ্জার দিতে পারেন। একধরনের উজ্জ্বলতা আসবে ত্বকে। ঠোঁটের লিপস্টিকটা এবার আরেক প্রলেপ দিয়ে গাঢ় করে দিন। কোঁকড়ানো চুল গুছিয়ে সামনের দিকে কিছুটা রাখতে পারেন।
সূত্র - প্রথম আলো

