সন্তানকে পিতামাতার শেখানো উচিত এমন ২০ টি বিষয়ঃ
২১ জুন, ১৩
বিষয়টি বাংলাতে পড়ুন
Viewed#: 359
১. খেলাধুলা করবে
কেননা এটা শেখাবে কিভাবে সম্মানের সাথে জেতা যায়, শোভন ভাবে হারা যায়, ঊর্ধ্বতনকে সম্মান করা যায়, অন্যদের সাথে কাজ করা যায়, সময়ানুবর্তী হওয়া যায় এবং সমস্যা মুক্ত থাকা যায়। এবং এমনকি হয়তোবা ছুঁড়ে দেয়া ও লুফে নেয়া।
২. ভুল ধরার চেয়ে নমনীয় হবে কেননা তোমাকে তা ধৈর্যশীল করবে।
৩. নবীন বয়সে অর্থ সঞ্চয় করবে কারণ পরবর্তীতে কোন একদিন তা দরকার পরতে পারে।
৪. ডিস ওয়াশার, ওভেন, ওয়াসিং মেশিন, আয়রন, ভ্যাকুয়াম, মপ এবং ঝাড়ু সম্পর্কে আমার কাছ থেকে জেনে নাও। এরপর এগুলির ব্যবহার করতে শেখ।
৫. প্রার্থনা কর তাতে আধ্যাত্মিক ভাবে শক্তিমান হবে।
৬. কখনও শক্তি প্রদর্শন করতে যেওনা এবং মারামারি শুরু করোনা, কিন্তু কোন বোকা যদি তোমাকে আঘাত করে তবে নিজেকে রক্ষা করো।
৭. সঠিক দিকে খেয়াল করে প্রস্রাব করবে। তুমি জানো কাউকে না কাউকে তা পরিস্কার করতে হয়।
৮. তোমার শিক্ষা এবং জ্ঞান এমন জিনিষ যা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
৯. তোমার সাথীর সাথে ভাল আচরণ করবে। দীর্ঘ সময় একা থাকা যায় কিন্তু তোমাকে অন্তর থেকে ঘৃণা করে এমন কারো সাথে অল্প সময় থাকাও কষ্টকর।
১০. তোমার অবয়বে আত্মবিশ্বাস ফুটিয়ে তুলবে।
১১. শক্ত সমর্থ এবং একই সাথে বিনয়ী হবে।
১২. তুমি যা করতে পার তার সবই একটি মেয়ে করতে পারে। এমনটি হতে পারে সে একটি সফল ক্যারিয়ারের অধিকারী এবং অন্যদিকে তুমি রাত তিনটার সময় ডায়াপার পরিবর্তন করছ। পারস্পরিক সম্মানবোধ সুসম্পর্কের চাবিকাঠি।
১৩. "Yes ma'am" এবং “yes sir” বলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়।
১৪. কেউ যদি বলে এটা তাদের “ব্যাক্তিগত বিষয়” তবে বুঝতে হবে সেটা তাদের একান্তই “ব্যক্তিগত”। সবার সামনে তা কখনও প্রকাশ করো না।
১৫. বন্ধুদের পাল্লায় পরা একটি ভয়াবহ বিষয়। একজন ভাল দলনেতা হও তবেই অন্যেরা তোমাকে অনুসরণ করবে।
১৬. কোন কারণ ছাড়াই বান্ধবীর জন্য ফুল নিয়ে আসা সব সময়েই একটি ভাল আইডিয়া।
১৭. যৌন সম্পর্কের ক্ষেত্রে নিজেকে স্বাভাবিক রাখবে, সুতরাং তারথেকে এমন কিছু হরণ করবে না যা তুমি ফিরিয়ে দিতে পারবে না।
১৮. রসবোধ সুস্থ্যতার প্রক্রিয়াকে অনেক দূর এগিয়ে নেয়।
১৯. তোমার জীবনসঙ্গী খুব বিচক্ষণতার সাথে বেছে নেবে। তোমার সাথে এবং আমার নাতীদের সাথে জীবনযাপনের যোগসূত্র হল আমার ছেলের বউ।
২০. তোমার মা এবং বাবার সাথে যোগাযোগ রাখতে ভুলো না কারণ আমরা হয়ত তোমাকে ‘মিস’ করতে পারি।