ঈষদুষ্ণ লেবু-পানি কেন উপকারী?
06 August,14
Viewed#: 342

সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ঈষদুষ্ণ লেবুর পানি খেলে নাকি সহজেই অতিরিক্ত মেদ থেকে নিস্তার পাওয়া যায়। এই তথ্যটি কম বেশি আমরা সকলেই জানি। কিন্তু এক গ্লাস ঈষদুষ্ণ লেবুর পানিতে যে আরও কত গুণ লুকিয়ে আছে, তার কোনো ধারণা আছে? না থাকলে চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদনে।
১. শরীরের রোগ প্রতিরোধকারী ক্ষমতা বাড়াতে সাহায্য় করে লেবুতে মজুত ভিটামিন সি এবং পট্যাশিয়াম। সর্দি কাশি সঙ্গে লড়াই করার পাশাপাশি ব্রেন স্টিমিউলেট করে এবং নার্ভ সক্রিয় রাখতেও সাহায্য করে। ।
২. শরীরের পিএইচ ব্যালেন্স মেন্টেন করতে সাহায্য করে।
৩. যাদের হজমের সমস্যা আছে, তাদের জন্যেও পারফেক্ট রেমিডি এক গ্লাস ঈষদুষ্ণ লেবুর পানি।
৪. শরীরে জমে থাকা টক্সিন ফ্লাশ আউট করতেও সাহায্য় করে ঈষদুষ্ণ লেবুর পানি।
৫. অ্যাকনে এবং রিঙ্কলস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ঈষদুষ্ণ লেবুর পানি। ত্বক ভালো রাখাতেও এর জুড়ি নেই।
৬. আমাদের শরীরের লিম্ফ্যাটিক সিস্টেমকে সচল এবং কার্যকরী রাখতেও সাহায্য করে ঈষদুষ্ণ লেবুর পানি।
সূত্র - ওয়েবসাইট