কেন গাজর খাওয়া উচিত?
11 May,14
Viewed#: 203

আপনি কি জানেন প্রতিদিন কেন গাজর খাওয়া উচিত? গাজরের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা আপনার ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই প্রতিদিন নিয়মিত গাজর খেলে আপনার শরীরে কোনো ধরনর রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না। নিচে গাজরের কিছু গুণাগুণ দেয়া হলো।
১. ক্যান্সার প্রতিরোধ করে: গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, ভিটামিন-এ রয়েছে যার ফলে রক্তে সাদা কণিকা উৎপাদিত হয় যা ক্যান্সার প্রতিরোধের কাজ করে।
২. হজমে সাহায্য করে: গাজর ফাইবার হিসাবে খুবই ভালো উৎস। যাদের আইবিএস কিংবা এই জাতীয় অসুবিধা আছে তাদের জন্য গাজর খুবই উপকারী। যেহেতু গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন-বি ও ম্যাগনেসিয়াম রয়েছে তাই তা হজমে সাহায্য করে।
৩. প্রচুর ফাইবার রয়েছে: আমরা সবাই জানি ফাইবার শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু বেশির ভাগ মানুষই প্রাকৃতিক ফাইবারের বদলে ভুসির ফাইবার খেতে বেশি পছন্দ করেন।
গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই আপনার যদি ক্ষুধার্ত অনুভব করেন তাহলে একটি গাজর খান। এটি হজমের জন্যও যেমন ভালো তেমনি আমাদের শরীরের জন্যও উপকারী।
৪. বয়স কমাতে সাহায্য করে: গাজর পৃথিবীর এমন একটি সবজি যা আপনার বয়স কমাতে সাহায্য করে। এছাড়া তা আপনার ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলে। যার ফলে আপনাকে দেখতে স্বাভাবিক বয়সের চেয়ে অনেকটাই কম মনে হবে।
৫. জীবানু ধ্বংস করে: গাজর শুধু আমাদের স্বাস্থ্যের জন্যই উপকারী না। এটা আমাদের শরীরের সমস্ত রোগ জীবাণু ধ্বংস করতেও সাহায্য করে। তাই বেশি করে গাজর খান এতে আপনার শরীর ও মন দুইটাই সুস্থ থাকবে।
৬. ব্রন কমায়: গাজরের মধ্যে ভিটামিন-এ রয়েছে যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী। ভিটামিন-এ আমাদের মুখের কালো দাগ দূর করে ও ত্বকে ব্রন উঠতে দেয় না। তাই আপনার কাছে প্রাকৃতিক উপায়ে ব্রন সরানোর পদ্ধতি থাকা সত্ত্বেও কেন আপনি অযথা টাকা খরচ করে বাজারের কৃত্রিম কসমেটিক কিনবেন?
সূত্র - নুতনবার্তা