home top banner
Please Login or Register

Health Tip

বয়সকালে স্ত্রী-রোগ
10 March,14
Tagged In:  womes health  womens care  
  Viewed#:   140

womes healthস্ত্রী-রোগ বা গাইনোকলজিকাল ডিজিজ-এর সংখ্যা এবং প্রকার খুব একটা কম নয়। আর বয়স যত বাড়ে এই রোগের সংখ্যাও বেড়ে যায়। স্বভাবতই প্রশ্ন জাগে ‘এর কি কোনও প্রতিকারের ব্যবস্থা হয় না’? হয়। কম বয়সের সময়ে বা গর্ভাবস্থার সময় থেকেই কিছু ব্যবস্থা নিলে এই স্ত্রী-রোগগুলি সংখ্যায় এবং পরিমাণগতভাবে কম হয়।


বয়সকালের স্ত্রী-রোগ কী কী হয়?
বেশিরভাগ বয়স্ক মহিলাদের একটা ধারণা আছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোধহয় স্ত্রী-রোগের সম্ভাবনা আর থাকে না। কিন্তু দেখা গেছে অন্যান্য রোগের মতোই বিভিন্ন স্ত্রী-রোগ বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই শরীরে বাসা বাঁধতে শুরু করে। যেমন প্রচুর পরিমানে যে রোগটি দেখা যায় তা হল ইউটেরাস বা জরায়ুর প্রোলাপ্স। আবার জরায়ু এবং ওভারির টিউমার ও সংখ্যাগতভাবে খুব একটা নগণ্য নয়। এর পরেই ইউরিনারি ইনকন্টিনেন্সের কথা বলা যেতে পারে অর্থাৎ মূত্রধারণের অক্ষমতা।

উপসর্গ হিসেবে সাধারণত কী কী দেখা যায়?
উপসর্গগুলি এক এক রোগের ক্ষেত্রে এক একরকমভাবে দেখা দেয়। যেমন–
টান ধরা কোমরের ব্যথা নিয়ে দেখা দিতে পারে প্রোলাপ্স, এর সঙ্গে ভ্যাজাইনা দিয়ে কিছু বেরিয়ে আসছে এই অনুভূতিও হতে পারে।
দীর্ঘদিন পিরিয়ড বন্ধের পর রক্তস্রাব হতে পারে ইউটেরাসের ক্যান্সারের ক্ষেত্রে।
তলপেটে ব্যথা হওয়া, ফুলে ওঠা, ভারি ভারি লাগা- ওভারিয়ান টিউমারের সম্ভাবনা থাকতে পারে, আবার অনেক ওভারিয়ান টিউমার আছে যা একেবারেই উপসর্গহীন।
ইউরিনারি ইনকন্টিনেন্স বা মূত্র ধরে রাখার ক্ষমতা- এক্ষেত্রে হাঁচি-কাশির সঙ্গে মূত্র বেরিয়ে আসে বা কিছু ক্ষেত্রে অনেকে মূত্রবেগ ধরে রাখতেই অসমর্থ হন।

এ ক্ষেত্রে রোগীর কখন ডাক্তারের কাছে আসা উচিৎ?
বয়সের সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে। তাই কোনও সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে আসা উচিৎ। যেমন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই জরায়ু ও ওভারির টিউমারের সম্ভাবনা বাড়ে, মূত্র-ঘটিত সমস্যা বা প্রোলাপ্স-এর ক্ষেত্রে যথাশীঘ্র চিকিৎসকের পরামর্শ না নিলে কিডনির উপর চাপ বাড়ে, হাইড্রোনেফ্রোসিস হওয়াও বিচিত্র নয়। শেষে সার্জারির সাহায্য নিতে হয়। তাই সঠিক সময়ে পদক্ষেপ নিলে অনেক বড় ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।

চিকিৎসা কীভাবে হয়?
প্রথমদিকে ধরা পড়লে কিছু ক্ষেত্রে কিছু রোগ পেলভিক ফ্লোর বা শ্রোণিতলের ব্যায়ামের মাধ্যমেই সেরে যায়। সমস্যা দীর্ঘায়িত করে এলে হয়তো সার্জারি ছাড়া বিকল্প কোনও রাস্তা থাকে না। তবে টিউমার ও ক্যান্সারের সম্ভাবনা থাকলে দ্রুত সার্জারি-ই কাম্য। মূত্র বেগ ধরে রাখার সমস্যায় ওষুধও প্রয়োজন হয়।

প্রতিরোধের জন্য কী ব্যবস্থা নেওয়া উচিৎ?
দেখা গেছে, বেশিরভাগ রোগই, আমরা একটু সচেতন হলে আমাদের শরীরে বাসা বাঁধতে পারে না। বয়সকালের স্ত্রী-রোগগুলি সম্পর্কেও একই কথা বলব। এর প্রতিরোধ ব্যবস্থা প্রথম থেকেই শুরু করতে হবে। প্রতিরোধ ব্যবস্থা নির্ভর করে আপনি কত তাড়াতাড়ি সমস্যা সম্পর্কে সচেতন হচ্ছেন এবং ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। জরায়ুর প্রোলাপ্স ও ইউরিনারি ইনকন্টিনেন্সের প্রতিরোধের ক্ষেত্রে প্রয়োজন সুস্থ এবং সবল পেলভিক ফ্লোর মাসলস বা শ্রোণিতলের মাংসপেশী। সেই কারণেই কম বয়স থেকে এই মাংসপেশীগুলিকে সঠিক এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সবল করে তুলতে হবে।

গর্ভাবস্থা চলাকালীন যেহেতু গর্ভস্থ সন্তানের ওজন মাকে বহন করতে হয় সেই জন্য গর্ভাবস্থা থেকেই করতে হবে পেটের বা অ্যাবডোমিনাল এবং শ্রোণিতলের বা পেলভিক ফ্লোরের ব্যায়াম যাতে পেলভিক মাসলসগুলি সুস্থ এবং সবল থাকে।

পেলভিক ফ্লোরের জন্য নর্মাল ডেলিভারির তুলনায় সিজারিয়ান সেকশন-ই অপেক্ষাকৃতভাবে ভবিষ্যতের জন্য ভাল। সিজারিয়ান সেকশন সঠিকভাবে হলে অর্থাৎ কোনও জটিলতা না থাকলে চার সপ্তাহ পরে রোগী স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারেন এবং ডেলিভারির সময় পেলভিক মাসলস-এর কোনওরকম ড্যামেজ বা ক্ষতি হয় না বলেই প্রোলাপ্স-এর সম্ভাবনাও কম।

ব্রেস্ট ফিডিং হল আর একটি উল্লেখযোগ্য প্রতিরোধ ব্যবস্থা। এতে ইউটেরাসও ছোট থাকে আবার ওভারিয়ান ক্যানসার হওয়ার সম্ভাবনাও কমে। ব্রেস্ট ক্যানসারের সম্বন্ধেও একই কথা। ওবেসিটি বা স্থূলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জরায়ুর এন্ডোমেট্রিয়াল ক্যানসারের সম্ভাবনা বাড়ায়। এবং সবাই এই ব্যাপারে অবগত যে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন-ই এই ওবেসিটি বা স্থূলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ-এর প্রতিরোধের মূল কথা।

ডা. পল্লব গঙ্গোপাধ্যায়
গাইনোকলজিস্ট ও মিনিমালি ইনভেসিভ
পেলভিকফ্লোর সার্জেন
এমআরসিওজি (লন্ডন)
ই-মেল : drpallab@yahoo.com
ফেসবুক : http://facebook.com/drpallab

সূত্র - হেলো টুডে 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে করণীয়
Previous Health Tips: মাথাব্যাথা দূর করতে ৬টি প্রাকৃতিক খাবার

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')