গর্ভবতীর শীতকালীন পরিচর্যা
02 January,14
Viewed#: 194
আপনি যদি গর্ভবতী হন, শীতকালের শুরুতে ন্যায্য ভাবেই বিশেষ পরিচর্যা গ্রহণ করা উচিত। নিম্ন তাপমাত্রা জাঁকিয়ে বসার সাথে, ফ্লু এর মত সংক্রমণ, সাধারণ সর্দিকাশি, শীতে নিস্তেজ হয়ে যাওয়া ইত্যাদি নিয়ে শীত এসে থাকে। ব্যাপক শুস্কতা বা বাতাসে আর্দ্রতার অভাব, এসব বিষয় নিয়েও সতর্ক হতে হবে। সঠিক ধরণের খাদ্য গ্রহণ করে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়ানো, ত্বকের যথাযথ আর্দ্রতা বজায় রাখা এবং সঠিক পোশাক পরিধান করে পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ ইত্যাদির আদর্শ সমন্বয়ে গর্ভবতীর শীতকালীন পরিচর্যা ব্যবস্থা নেয়া উচিত।
গর্ভবতীর শীতকালীন পরিচর্যার জন্য কিছু টিপসঃ
রোগ প্রতিরোধ ব্যবস্থার শক্তিশালী মাত্রা বজায় রাখার জন্য একটি ফলমূল সমৃদ্ধ খাদ্য তালিকা নিয়মিত অনুসরণ করতে হবে। নির্দিষ্ট কিছু ফল যেমন বৈঁচি জাতীয় ফল (Indian gooseberry) অবশ্যই আপনার দৈনিক খাদ্য তালিকায় বিশেষভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
আপনার ডাক্তারের কাছে ভিটামিন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন সম্পূরক খাবারের সম্পর্কে জিজ্ঞাসা করুন যেগুলি আপনার গর্ভাবস্থায় গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। কখনোই ডাক্তারের বা আপনার পরিচর্যাকারীর পরামর্শ ছাড়া কোনও রকম ঔষধ খাবেন না।
প্রচুর পরিমাণে পানি, স্বাস্থ্যকর তরল পানীয়, এবং জুস পানের মাধ্যমে দেহে পানির পরিমাণ ঠিক রাখুন। আপনার দেহে ভারসাম্যপূর্ণ পানির উপস্থিতি শীতকালীন রোগ ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম করে তুলে। ক্যাফিন যুক্ত পানীয় যেমন চা, কফি, কোলা জাতীয় পানীয় ইত্যাদি নিশ্চিতভাবে পরিহার করুন। গ্রিন টি এর মত হারবাল উপাদান দিয়ে তৈরি পানীয় এর পরিবর্তে গ্রহণ করতে পারেন।
সকল সময়েই আপনার ত্বক জলীয় ভাবে ভারসাম্যপূর্ণ রাখার চেষ্টা করুন। শীত আপনার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা এবং তেল কেড়ে নেয়। সুতরাং বার বার ক্রিম, নিরাময়কারী তেল এবং লোশন অবশ্যই ব্যবহার করতে হবে। যেহেতু আপনার পেট প্রসারিত হয়, পেটের ত্বক ফেটে দাগ পরে যেতে পারে এবং শুষ্ক ত্বক ফেটে গেলে তা বেশ যন্ত্রনাদায়ক হয়। এরকম অবস্থায় ত্বক আরও বেশী ফেটে যেতে পারে।
শীতে নিস্তেজ হওয়া থেকে বেঁচে থাকা এবং শীত সংক্রান্ত অসুস্থতা সমূহ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার দেহের পর্যাপ্ত পরিমাণে সুরক্ষার প্রয়োজন। যদি উলের পোশাক পরে চুলকানি মত হয় এবং অস্বস্তি বোধ করেন, তবে নরম ফ্লানেলের গরম কাপড় বেছে নিতে পারেন। কাপড় কেনার সময় ঢিলেঢালা সাইজ দেখে কিনুন যাতে সেগুলি আপনার শরীরের ত্বকের সাথে লেপটে না থাকে এবং আপনি তা পরে আরামদায়ক বোধ করেন। পোশাক গুলি আপনার কোমরের চারিদিকে শক্ত হয়ে এঁটে থাকা উচিত নয়।
শীতকালে গর্ভকালীন পরিচর্যারত অবস্থায় স্বাস্থ্যবান এবং ফিট থাকার জন্য যথেষ্ট পরিমাণে শরীরচর্চা এবং শারীরিক কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। সুতরাং, শীতকালীন অলসতার সাথে যুদ্ধ করার জন্য ডাক্তারের অনুমতি সাপেক্ষে শারীরিক কার্যক্রম চালিয়ে যাওয়া বেশ গুরুত্বপূর্ণ।
এছাড়াও, আপনার উচিত হবে অতিরিক্ত পরিমাণে রেস্তোরাঁর খাবার পরিহার করা এবং স্বাস্থ্যকর খাবার নিয়ম মেনে খেতে থাকা। তবে মাঝে মধ্যে কোন প্রিয় খাবার খেলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।
সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই !