থ্যালাসিমিয়া একটি বংশগত রোগ এবং জিন (Gene) বাহিত। থ্যালাসিমিয়া শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ Thalassa থেকে। যার অর্থ সমুদ্র। এ রোগটি খুব বেশি দেখা যায় ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। তাই এর নাম থ্যালাসিমিয়া।থ্যালাসিমিয়া পিতা-মাতার মাধ্যমে সন্তানেরা পেয়ে থাকে। যে বংশে এ রোগ আছে, সেই বংশের লোকজনই বংশানুক্রমে এটা বহন করে। পিতা-মাতা থেকে সন্তানদের মধ্যেযার মাধ্যমে এটা প্রবেশ করে তাকে জিন (Gene) বলে। পিতা ও মাতার কাছ থেকে সন্তানরা এই রোগের একটি করে মোট দুইটি রোগ বাহিত জিন গ্রহণ করে নিজেরা রোগাগ্রস্ত...

