শিশুদের ১০ ঘণ্টা ঘুম দরকার
২৯ জুলাই, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 28
চার বছর বয়সী শিশুরা প্রতিদিন দশ ঘণ্টার কম সময় ঘুমালে তাদের বিভিন্ন ধরনের আচরণগত সমস্যা দেখা দিতে পারে। নতুন এক গবেষণায় এমনটাই জানালেন আমেরিকার একদল গবেষক।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. রেবেকা জানান, বিষয়টি নিয়ে আমরা প্রায় ৯ হাজার শিশুর ওপর পরীক্ষা চালাই। এ সময় নতুন গবেষণায় দেখা যায়, যেসব শিশু রাতে ঠিকমতো ঘুমায় না তাদের আচরণ স্বাভাবিক নয়। এ ধরনের শিশুদের বাবা-মা জানান, তাদের বাচ্চাদের মধ্যে অতি-সক্রিয়তা, অতিরিক্ত রাগ, আগ্রাসন আচরণ, অতিমাত্রায় আবেগপ্রবণ, বদমেজাজ ও বিরক্তিকর আচরণ লক্ষ করা যায়।
তিনি বলেন, প্রাথমিক স্কুলে যাওয়া যেসব শিশুর মধ্যে এ ধরনের আচরণগত সমস্যা দেখা যায় সেসব শিশুর বাবা-মাকে আমরা বলতে চাই, বাচ্চাদের সুস্থতার জন্য তারা যেন তাদের শিশুদের সঠিক সময় পর্যন্ত ঘুমের অভ্যাস গড়ে তোলেন। তাই বাচ্চাদের চার বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের নিয়ে ঠিক সময়ে বিছানায় যেতে বাবা-মায়ের প্রতি গবেষকরা আহ্বান জানান।
সূত্র - natunbarta.com