গাইবান্ধার পলাশবাড়ীর আদা সর্বোৎকৃষ্ট মানের হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। এলাকায় বাণিজ্যিকভাবে এর চাষ বেড়েছে। এখানকার মাটি আদা চাষে উপযোগী হওয়ায় আদা চাষ করে নিজেদের ভাগ্য ফিরিয়েছেন অনেকে কৃষক।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ৪০ ভাগ জমি আদা চাষের জন্য উপযোগী হওয়ায় প্রতিবছর আদার আবাদ বাড়ছে। সেই সাথে বাম্পার ফলন পেয়ে লাভবান হচ্ছেন কৃষকরা।
আদা চাষীরা বলছেন, এখানকার উৎপাদিত আদা মানের দিক দিয়ে বিশ্বের সর্বোৎকৃষ্ট। ফলে দেশের চাহিদা মিটিয়ে বর্তমানে সিঙ্গাপুর, জাপান, কানাডা, জার্মানি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে।
পলাশবাড়ী কৃষি কর্মকর্তা শওকত ওসমান জানায়, সম্ভাবনাময় হওয়ার পরও উন্নত জাত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে আদা চাষে সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ না নেয়ায় এ সম্ভাবনা তেমন একটা কাজে লাগানো যাচ্ছে না।
সূত্র - poriborton.com

