ম্যান্ডেলার অবস্থার উন্নতি হলেও সংকট কাটেনি
২৮ জুন, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 20
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার অবস্থার উন্নতি হলেও সংকটজনক। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখার পর দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা এ কথা জানান। প্রেসিডেন্ট জুমা তার মোজাম্বিক সফর বাতিল করেছেন। ম্যান্ডেলাকে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকাবাসী। গত বুধবার তাকে লাইফ সাপোর্ট দেয়ার কথা জানানো হয়।
ম্যান্ডেলার জ্যেষ্ঠ কন্যা মাকাজিওয়া প্রিটোরিয়ার হাসপাতালে ম্যান্ডেলাকে দেখার পর বলেছেন, তার বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে পরিবারের সদস্যরা কথা বলার চেষ্টা করলে তিনি চোখ খোলার চেষ্টা করেন। তিনি স্পর্শ অনুভব করতে পারছেন। তিনি আরো বলেন, যেকোন সময় যেকোন কিছু ঘটে যেতে পারে। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল প্রতিবেশী রাষ্ট্র মোজাম্বিকে অনুষ্ঠিতব্য সাউথার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) শীর্ষ সম্মেলনে যোগদান বাতিল করেছেন। পরে ম্যান্ডেলাকে হাসপাতালে দেখতে যান জুমা। ফুসফুসের সংক্রমণে গত ৮ জুন থেকে ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ম্যান্ডেলার শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালের বাইরে ভিড় করে আছেন। এদের মধ্যে একটি সঙ্গীত গোষ্ঠীর সদস্যরা তাদের প্রিয় 'মাদিবার' সুস্থতা কামনায় প্রার্থনা সঙ্গীত করছে। নেলসন ম্যান্ডেলা যে উপজাতীয় গোষ্ঠীর সদস্য সেই গোষ্ঠীর দেয়া 'মাদিবা' নামে তিনি তাদের কাছে পরিচিত। শিশুরা ম্যান্ডেলার সম্মানে গতকাল ৯৪টি বেলুন আকাশে উড়িয়েছে। ম্যান্ডেলার নাতনি এনডিলেকা ম্যান্ডেলা বলেছেন, এই কঠিন সময়ে যারা আমাদের সাহায্য-সহযোগিতা করছেন এবং বার্তা পাঠাচ্ছেন তারাই আমাদের সাহস জোগাচ্ছেন। ম্যান্ডেলার কন্যা মাকাজিওয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কড়া সমালোচনা করে বলেছেন, তারা শকুনের মত আচরণ করছে।
দক্ষিণ আফ্রিকার মানুষ এখন ম্যান্ডেলার সুস্থতার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে। গত ছয় মাসে ম্যান্ডেলা এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এবার তিনি হাসপাতালে ২০ দিন অতিবাহিত করেছেন। আর এ কারণে দেশটির অধিবাসীরা মনে করছে, তাদের প্রিয় নেতা হয়তো আর তাদের মাঝে ফিরে আসবেন না। জোহানেসবার্গের অর্থনৈতিক জেলা স্যান্ডটনের পরিচ্ছন্নতা কর্মী ৬০ বছর বয়সী ইদা মাসেগো বলেন, ম্যান্ডেলার বয়স অনেক। তার শারীরিক অবস্থা ভাল নয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এখনই তুমি তাকে (ম্যান্ডেলা) নিয়ে যাও। তার অবশ্যই চলে যাওয়া উচিত, তার অবশ্যই বিশ্রাম পাওয়া উচিত। ম্যান্ডেলার আরেক ভক্ত বলেন, দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকানদের জন্য এখন কঠিন সময় যাচ্ছে। সবার প্রিয় এই মানুষটা প্রতীক হয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন।
এদিকে নেলসন ম্যান্ডেলার কন্যা জেনানি ডিলামিনি দুই দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি গতকাল প্যারাগুয়েতে তার দেশের রাষ্ট্রদূত হিসাবে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন। যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রাপ্ত ডিলামিনি আর্জেন্টিনায়ও রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছেন।
সূত্র - দৈনিক ইত্তেফাক