চিকিৎসকদের দলবাজি বন্ধ করে চিকিৎসা সেবায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ আহ্বান জানান।
বর্তমান সরকার মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, এক্ষেত্রে চিকিৎসাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
“তাই, শুধু নেতাদের নামে শ্লোগান দিলে চলবে না। প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল, কমিইউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করতে হবে।”
এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে নাসিম বলেন, এর বিপরীত ঘটনা ঘটলে অভিযুক্তদের শাস্তি পেতে হবে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মাঈন উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য অধিদপ্তরের সচিব এমএম নিয়াজ উদ্দিন, মহাপরিচালক ডা. খন্দকার সেফায়েতুল্লাহ, স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য ও বিএমএর সাধারণ সম্পাদক ডা. জহুরুল হক রাজা উপস্থিত ছিলেন।
এর আগে ২১ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ৮ তলা ভবনের প্রথম পর্যায়ে ৬ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন তিনি।
সূত্র - bdnews24.com

