হেপাটাইটিস বা যকৃতের প্রদাহ যে কোনো একটি হেপাটাইটিস ভাইরাস দ্বারা হতে পারে। যেমন- Hepatitis A, B, C ভাইরাস।
এছাড়া Delta Virus I Cytomegalo Virus ইত্যাদি। কোনো কারণে লিভার বা যকৃতেরপ্রদাহের ফলে ক্রিয়ায় বিশৃঙ্খলা দেখা দিলে তাকে যকৃৎ প্রদাহ বলে। সাধারণতভাইরাসের আক্রমণজনিত কারণেই হেপাটাইটিস বেশি দেখা যায়। এ ছাড়া ম্যালেরিয়া, টাইফয়েড, কালাজ্বর, সিফিলিসের কারণে যকৃৎ প্রদাহ হতে পারে। এসব ভাইরাসআক্রান্ত ব্যক্তির Stool বা মলের সঙ্গে জীবাণু বের হয়ে খুব সহজেই অন্যদেরসংক্রমিত করতে পারে। এছাড়া এ ভাইরাস দ্বারা লিভার প্রদাহ হলে তা সারা জীবনচলতে থাকে। জন্ডিস হেপাটাইটিস ভাইরাসের গুরুত্বপূর্ণ লক্ষণ। তবে জন্ডিসেরকয়েকদিন আগে থেকেই উপসর্গ দেখা
দেয়। যেমন- শীত শীত বোধ, মাথাধরা, অস্বস্তি বোধ, অরুচি, বমি ভাব বা বমি হওয়া, ডান হাইপোকন্ডিয়ামে ব্যথা কখনোকখনো তীব্র হতে পারে, লিভার পয়েন্টে হাত দিলে ব্যথা অনুভব হয়, কখনো কখনোপ্লীহা বড় হয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। রোগ সম্বন্ধে নিশ্চিত হয়েচিকিৎসা নিলে সুস্থ হওয়া যায়।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন

