আপনি সেই মানুষগুলির মাঝে একজন যারা একটা কটন বাড নিয়ে কানের ভিতর ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কানের ময়লা পরিষ্কার করেন? আপনি কি জানেন মাঝে মাঝে কটন বাডের তুলো ভেঙ্গে যায় কানের ভেতরে? নিয়মিত এভাবে কটন বাড ব্যবহার করলে অনেকের স্থায়ী শোনার সমস্যা দেখা দিতে পারে।
কটন বাড এমনভাবে তৈরি যে একে কানের অনেক ভেতরে অতি সহজেই প্রবেশ করানো যায়। ইয়ার ক্যানাল দিয়ে এভাবে কটন বাড প্রবেশ করালে কানের ইয়ার ড্রাম ক্ষতিগ্রস্ত হতে পারে।
ঘরে বসে সুরক্ষিত উপায়ে কানের ভেতরের ময়লা পরিষ্কার করতে চাইলে ইয়ার ড্রপ ব্যবহার করতে পারেন। তাছাড়া কানের বহিঃস্থ অংশ পরিষ্কার করতে চাইলে নরম পরিষ্কার কাপড়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে পানি নিংড়িয়ে পরিষ্কার করতে ব্যবহার করতে পারনে।
positivemed.com এর সৌজন্যে হেলথপ্রায়র২১ ডট কম

