ভয়াবহতা জেনেও বিশ্বেঅ্যালকোহল গ্রহণকারী মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু এইঅ্যালকোহলের কারণেই কত প্রাণ অকালে ঝরে যাচ্ছে তার হিসেব নেই। অ্যালকোহলেরবিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বাংলানিউজের আজকের আয়োজন।
অ্যালকোহল গ্রহণে শরীরে স্বল্পমেয়াদী প্রভাব
• ঘুমঘুম ভাব হওয়া
• বমি হওয়া
• পাতলা পায়খানা
• হজম শক্তি কমে যাওয়া
• মাথা ব্যথা
• শ্বাসপ্রশ্বাসে সমস্যা
• শ্রবণ শক্তি হ্রাস পাওয়া
• দৃষ্টিশক্তি কমে যাওয়া
• কাজে অমনোযোগী হওয়া
• রক্তে কণিকার পরিমান কমে যাওয়া
• স্মৃতিশক্তি কমে যাওয়া
শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব
নিয়মিত অ্যালকোহল পানের ফলে বিভিন্ন রকম দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে।
• উচ্চ রক্ত চাপ
• হৃদপিণ্ডের নানা জটিলতা
• লিভার অকার্যকর হওয়া
• শারীরিক প্রজনন ক্ষমতা কমে যাওয়া
• শরীরে ভিটামিন ‘এ’ এর মাত্রা কমে যাওয়া
• পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি হওয়া
• মুখের বা গলায় ক্যান্সার হওয়া
• পাকস্থলিতে প্রদাহ হওয়া
অ্যালকোহলশুধু আমাদেরকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ করছে না সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্থকরছে পারিবারিক এবং সামাজিকভাবেও। তাই পরিবারের, সমাজের এবং নিজের কথাচিন্তা করে আমাদের শুধু অ্যালকোহলই নয় সব ধরণের নেশা দ্রব্য পরিহার করাউচিত।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

