home top banner

স্বাস্থ্য টিপ

সূর্য দেখে ঘুমাতে যাওয়া!
০৫ সেপ্টেম্বর, ১৩
  Viewed#:   188

রাসেলকে তাঁর বাবা সেদিন বললেন, ‘সারা রাত ফেসবুক, দুপুরে ঘুম থেকে উঠিস, কোনো দিন ভোরের সূর্য দেখেছিস?’ রাসেলের ঝটপট জবাব, ‘রোজ দেখি। ভোরের সূর্যদেখেই তো রোজ ঘুমাতে যাই!’ রহমান সাহেব ভাবলেন, রাত করে ঘুমাতে যাওয়ারঅভ্যাসটা বদলে ফেলবেন, কিন্তু রোজ রাতেই টেলিভিশনে টক শো দেখতে দেখতেপেরিয়ে যায় মাঝরাত। সকালে অফিসে যাওয়ার সময় প্রায়ই মনে হয় ঘুমটা পুরোহলো না। আর সারা রাত পড়াশোনা করে, টেবিলেই খানিকটা ঘুমিয়ে পরদিন সকালেপরীক্ষার হলে গিয়ে মাথা ঘুরে যাওয়া—এমন ঘটনা ঘটছে হরহামেশা।

গ্রিকপুরাণে হিপনোস হলেন ঘুমের দেবতা। তাই ঘুম হলো হিপনোসের উপাসনা। হিপনোসেরছেলে মরফিয়াস আবার স্বপ্নের দেবতা। ঘুম আর স্বপ্ন তাই জড়িয়ে আছেএকসঙ্গে। কল্পগাথা যা-ই থাকুক না কেন, ঘুম ছাড়া যে শরীর চলে না। আবারপ্রয়োজনের বেশি ঘুমও ভালো নয়। প্রাচীনকালে ঘুম নিয়ে তাই মানুষের ছিলবিস্ময় আর এখন চলছে বিস্তর গবেষণা। ব্যবসায়ী শুভ্রজিৎ হালদারের নাকি কমঘুমানোটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। বললেন, অনেক রাত জেগে ফেসবুকে থাকি, সিনেমা দেখি। সকালে উঠেই আবার কাজে ছুটতে হয়। অফিসের চেয়ার-টেবিলে বসেওসারা দিন ঘুম ঘুম ভাব। কিন্তু রাতে চাইলেও আগে ঘুমিয়ে পড়তে পারি না।’ শুভ্রজিতেরমতো এমন সমস্যা অনেকেরই। ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের স্লিপ ল্যাবেরইনচার্জ ও জেষ্ঠ্য পরামর্শক মো. জাকির হোসেন সরকার বললেন, ‘বয়সভেদে ঘুমেরপরিমাণ ভিন্ন হয়, শিশুদের জন্য ঘুম দরকার কমবেশি ১৮ ঘণ্টা, কিশোরদের জন্যনয় ঘণ্টা আবার পরিণত মানুষের জন্য ছয় থেকে আট েঘণ্টা ঘুমানোটা জরুরি। এরকম ঘুমালে শরীরে বিরূপ প্রতিক্রিয়া হয়।’

ঘুম কেন জরুরি
দিনরাত২৪ ঘণ্টার বড় একটা সময়জুড়ে মানুষ ঘুমিয়ে থাকে। এই দীর্ঘ সময় ধরেঘুমানো সত্যিই কি জরুরি—জানতে চেয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলবিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহর কাছে। তিনিবললেন, ‘সারা দিনের কর্মব্যস্ততায় মস্তিষ্কে-শরীরে যে চাপ পড়ে, একটিসুন্দর ঘুমে মস্তিষ্ক পূর্ণোদ্যমে কাজ করার ক্ষমতা অর্জন করে। দ্রুত কেটেযায় শরীরের অবসাদ। তাই শরীরের জন্য, শারীরবৃত্তীয় কাজের জন্য ঘুম খুবদরকারি।’ ঘুম তো আসে না

ঘুম কম হলে শরীরে এর প্রভাবপড়ে, মানুষের কর্মদক্ষতা কমে যায়, ধীরে ধীরে কাজে মনোযোগ কমতে থাকে, কারণে-অকারণে মেজাজ বিগড়ে যায়, শরীরের তাপমাত্রার তারতম্য দেখা দিতেপারে। শিশু-কিশোরদের বেলায় তাদের শারীরিক ও মানসিক বিকাশ হয় না ঠিকমতো।মস্তিষ্ক গঠনেও বাধা হয়ে দাঁড়ায় কম ঘুম। ত্বকের রোগ হওয়ার আশঙ্কাবাড়ে। স্মরণশক্তি কমে যায়। রোগপ্রতিরোধের ক্ষমতাও কমতে থাকে কম ঘুমেরজন্য।

ঘুমপাড়ানি মাসি-পিসি
ভালো ঘুমের জন্যঘুমানোর জায়গাটা যথাসম্ভব আরামদায়ক হতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়েঘুমাতে যেতে হবে, আবার নির্দিষ্ট সময়ে জাগার চেষ্টা করতে হবে। প্রতিদিনসকালে হালকা ব্যায়াম রাতে ঘুমের সহায়ক, তাই ব্যায়ামে মন দিন। ঘুমানোরআগে হালকা গরম পানিতে গোসল করে নিতে পারেন। ম্যাসাজ নিলেও ভালো ঘুম হবে।বিছানায় যাওয়ার আধা ঘণ্টা আগে এক গ্লাস দুধ খেতে পারেন, এটি ঘুমের জন্যসহায়ক। রাতে ঘুমাতে যাওয়ার তিন থেকে চার ঘণ্টা আগে খাবার খাওয়ার অভ্যাসকরুন। সন্ধ্যার পরে চা-কফি খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে। ঘুমাতে যাওয়ারআধা ঘণ্টা আগে সামান্য হাঁটাহাঁটি, মেডিটেশন কিংবা বই পড়া ভালো ঘুমের জন্যউপকারী। ঘুমানোর ঠিক আগে ইন্টারনেট, টেলিভিশনে সময় কাটানো যাবে না। ঘুমনা এলে অযথা বিছানায় শুয়ে এপাশ-ওপাশ না করাই ভালো। চোখে ঘুম নামলেইবিছানায় যান।

ডাক্তারবাড়িতে যখন
যাদের ঘুমেরপরিমাণ পাঁচ ঘণ্টার কম, তাদের সময় হয়েছে চিকিৎসকের কাছে যাওয়ার। এ ছাড়াযাদের ঘুমের মধ্যে নাক ডাকার বদভ্যাস আছে, কিংবা ঘুমের মধ্যেশ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আবারঅতিরিক্ত দিবানিদ্রা হয় যাদের, তাদেরও পরামর্শ নিতে হবে। দীর্ঘক্ষণঘুমানোর পরও যাদের তৃপ্তিকর ঘুম হয় না, তাদের জন্যও একই কথা। আবার যাদেরতাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, কিংবা ছাড়া ছাড়া ঘুম হয়, তাদেরও চিকিৎসকেরকাছে যাওয়া উচিত।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ভিন্ন ব্যবহারে ভিনেগার
Previous Health Tips: খাবার পর যে কাজ করতে মানা

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')