বৃদ্ধ বয়সে প্রতিদিন ২০ মিনিট হাঁটা উচিত
০৩ জুন, ১৪
Viewed#: 24
নতুন এক গবেষণায় বলা হচ্ছে, বৃদ্ধ বয়সে জীবনের মানকে আরও উন্নত করতে প্রতিদিন শুধু ২০ মিনিট হাঁটাই দিতে পারে স্বতঃস্ফূর্ততা ও সজীবতা। ‘দ্য লাইফস্টাইল ইন্টারভেনশন্স অ্যান্ড ইন্ডিপেনডেন্স ফর এলডার্সে’র গবেষণায় দাবি করা হচ্ছে, কোন সাহায্য না নিয়ে হাঁটার সক্ষমতা স্বাধীনভাবে কাজ করার প্রেরণা যোগায়।
অ্যামেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। বয়স বাড়লে যারা অনেকটাই স্থবির জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন, তাদের যে কোন সময় বড় ধরনের রোগে আক্রান্ত হবার ঝুঁকি থাকে। এক পর্যায়ে তারা চলার ক্ষমতা হারিয়ে ফেলে শয্যাশায়ী হয়ে হাসপাতালে ভর্তি হন এবং শেষ পর্যন্ত অবধারিত মৃত্যুর দিকে এগিয়ে যান। তাই বসে না থেকে মুক্ত হাওয়ায় খানিকক্ষণ নিশ্চিন্তে বেড়িয়ে আসুন।
সূত্র - মানবজমিন