ত্বকের যত্নে পানি
০১ এপ্রিল, ১৪
Viewed#: 109
মানুষ ও প্রাণীকুলের বেঁচে থাকার জন্যে অপরিহার্য উপাদান পানি। শুধু বেঁচে থাকার উপাদান হিসেবে নয়, মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজেও ব্যাপকভাবে পানি ব্যবহৃত হয়। আমরা হয়ত নিয়মিত পানি ব্যবহার করলেও এর সব উপকারিতা সম্পর্কে জানি না। জানলেও বেশিরভাগ সময় তা এড়িয়ে চলি।
পানি শুধু আমাদের তৃষ্ণা মেটায় না। সুন্দর ত্বক গঠনেও পানির কার্যকর ভূমিকা রয়েছে। বেশি বেশি পানি পান করলে শরীরের ত্বক কুঁচকায় না, ত্বকের ওপর কালো দাগ পড়ে না।
অনেক সময় দেখা যায়, কোনো মোটা ব্যক্তির শরীর থেকে দ্রুত চর্বি কমে যাওয়ার কারণে ত্বক অনেকটা ঝুলিয়া পড়ে। এজন্য কোনো চর্ম চিকিৎসকের কাছে গিয়ে অর্থ নষ্টের প্রয়োজন নেই। মাত্র এক সপ্তাহ বেশি করে পানি পান করলে আপনার ত্বক আঁটসাঁট হয়ে যাবে।
এছাড়া আপনি যদি দেখেন আপনার শরীরে ঘন ঘন ব্রণ বের হচ্ছে, ত্বকের ওপর কালো দাগ পড়ে যাচ্ছে, তাহলে আপনি প্রতিদিন কমপক্ষে ১০ গ্লাস পানি পান করুন। আপনার এ সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া বেশি বেশি পানি পান করলে আপনার শরীর বিভিন্ন প্রকার দূষণ থেকে রক্ষা পাবে।
সূত্র – ঢাকাটাইমস.২৪