আপনার স্বামীর শোনা প্রয়োজন এমন ১০ টি প্রশংসা বাক্য
১০ ফেব্রুয়ারী, ১৪
Viewed#: 512
বিবাহিত জীবনে আমাদের কথার বেশ সুদুর প্রসারী প্রতিক্রিয়া আছে। অনেক ক্ষেত্রে পুরুষদের বলা হয় তারা যৌনতার দিক থেকে বেশ কম আলাপী, কিন্তু তার মানে এই নয় যে তারা তাদের স্ত্রীর কাছ থেকে সাফল্য সুচক কিছু কথা শুনবে না। আপনার স্বামী আপনার মুখে কোন ভালবাসার কথা শুনতে চাক বা না চাক, এখানে দশটি প্রশংসা সুচক বিষয় বলা হল যা আপনার কাছ থেকে আপনার স্বামীর শোনা উচিত।
. তোমাকে বিয়ে করে আমি খুব খুশী
পুরুষেরা বিবাহিত জীবনকে নিরাপদ অনুভব করতে চায়, এবং এটা তাকে বোঝানোর সবচেয়ে দ্রুততম উপায় হল তাকে বলা এখন পর্যন্ত সেই তার জীবনের একমাত্র পুরুষ। এটা তার জন্য একটি বড় প্রশংসা, কারণ এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে হতে পারে, এবং এটি পাওয়ার জন্য তাকে কিছুই করতে হয় না। স্বতস্ফুর্ত প্রশংসা অকৃত্রিম এবং আন্তরিক অনুভূতি এনে দেয়।
. আমাদের সংসারের জন্য তুমি যা করছ তা আমি সত্যই ভালোবাসি
যখন দায়িত্ব পালনের প্রসঙ্গ আসে তখন পুরুষেরা তাদের নিজের সম্বন্ধে বেশ উচ্চ ধারণা পোষণ করে, এবং তাদের এই প্রচেষ্টার স্বীকৃতি দেয়া আপনার জন্য খুবই প্রয়োজনীয়। আপনার স্বামীকে এটা জানিয়ে দিন যে এখনও আপনাকে সুখী করার জন্য তাকে অনেক কিছু করতে হবেনা।
. আমি তোমাকে নিয়ে বেশ গর্বিত
বিয়ের পরে আপনি আপনার স্বামীর সর্বোচ্চ প্রশংসাকারী হয়ে উঠবেন। এ পৃথিবীতে সবাই যখন তাকে টেনে নীচে নামাতে চায়, তখন কেবল আপনি এমন কেউ হন যে সব সময়েই তাকে উপরে টেনে উঠাতে চাইবে।
. তুমি একজন চমৎকার পিতা
আপনার যদি সন্তান থাকে তবে সংসারের বিষয়ে জড়িয়ে স্বামীকে প্রশংসা করুন। আধুনিক সমাজে বাবাকে দ্বিতীয় মা হিসাবে দেখা হয়, সুতরাং তাকে এটা জানতে দিন সে আপনাদের সংসারের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
. তুমি বেশ উদ্দাম প্রকৃতির
আপনার স্বামীর এটা জানা প্রয়োজন যে তার তাকানোর ধরণ আপনি কতটা ভালবাসেন, এমনকি কয়েক বছর পরে তার ওজন কয়েক পাউন্ড বেড়ে গেলেও। অনেক পুরুষ স্পর্শ এবং শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে ভালবাসার আদান প্রদান করে থাকে, সুতরাং তার দেহের প্রশংসা হতে পারে তাকে ভালবাসার বিষয়টি বোঝানোর একটি দ্রুততম উপায়।
. ভেঙ্গে যাওয়া জিনিষ সারাইয়ের জন্য ধন্যবাদ
যখনই আপনার স্বামী বাড়ির যে কোনও জিনিষ মেরামত করে দিবে তখন তার সে প্রচেষ্টাকে প্রশংসা করবেন। তাকে সক্ষম অনুভব করতে দিতে হবে, বিশেষত আপনার কোন স্বাছ্যন্দের জন্য যখন সে প্রচেষ্টা চালাবে।
. বাড়িতে কাজে সহায়তার জন্য ধন্যবাদ
পুরুষের বাড়ির কাজে সাহায্য অনেক সময় একটু ভয়ের কারণও হতে পারে। এতে করে আপনার গুছানো জিনিসও তার উৎসাহী সহযোগিতাতে হয়ত এলোমেলো হয়ে যেতে পারে। সে যখন কাজে সহায়তা করবে তখন সে সঠিক ভাবে তা করতে সক্ষম না হলেও তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।
. তুমি আমাকে সব সময়েই হাসিখুশি রাখতে পার
আপনার স্বামীকে জানিয়ে দিন যে সে আপনাকে সারাদিন বেশ মাতিয়ে রাখে এবং আপনার গৃহস্থালিতে ইতিবাচক শক্তি যোগায়। এমনকি আপনার স্বামী যদি বেশ আমুদে প্রাণ-খোলা হাসির মানুষ নাও হয় তারপরেও তার নক্ষত্রসুলভ মৃদু হাসির প্রশংসা করুন।
. তুমি বেশ শক্তিমান
যখন আপনার স্বামী একটু ভারী ধরণের কোন কাজ করে দিবে তখন আপনার ভ্রু একটু নাচিয়ে তার সুপারম্যানের মত শক্তির জন্য প্রশংসা করুন, এমনকি যদি আপনি তা নিজেই করতে পারেন এমন হয় তবুও। স্বামীদের এটা আপনার মাধ্যমে জানা দরকার যে তারা কোনকিছু করার জন্য বেশ উপযুক্ত, এবং বিশেষ করে তাদের এটা জানা প্রয়োজন যে সে আপনার জন্য কিছু করার জন্য আরও বেশী উপযুক্ত।
. আমি তোমার সাথে সময় কাটাতে বেশ পছন্দ করি
আমরা সকলেই দৈনন্দিন জীবনে সর্বদাই ব্যাস্ত থাকি, সুতরাং আপনার সঙ্গিকে জানতে দিন যে আপনি এখনও কেবল তার কাছাকাছি থাকতেও বেশ পছন্দ করেন। অবশ্যই, আপনি তার ভাল বন্ধু এবং চিরদিনের জন্য তার সঙ্গী হবেন।
আপনার জন্য যা কিছু সে করছে সেজন্য তাকে ধন্যবাদ দেয়ার জন্য আজকে অল্প একটু সময় নিন। আপনার স্বামীর জন্য উৎসর্গকৃত একটি দিনের জন্য অনেক বেশী কিছুর দরকার হয় না, তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিন এবং তাকে এর প্রতিদানে আরও বেশী কিছু বাড়িয়ে দিতে চাইতে দিন।