ভারতের মুম্বাই শহর ও আশপাশের এলাকায় সন্তানসম্ভবা ৬০০ জন নারীর ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, তাঁদের ৭৬ শতাংশ হীনম্মন্যতায় ভুগছেন। অনাগত শিশুর প্রতি সবার মনোযোগ থাকায় অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে একধরনের মানসিক দুর্বলতা থাকে এবং তাঁরা একাকিত্ব অনুভব করেন। এ ছাড়া, জরিপে অংশগ্রহণকারী অন্তঃসত্ত্বা নারীদের ৯৩ শতাংশই মনে করেন, গর্ভধারণের আগে তাঁদের প্রতি স্বামীদের যে রকম প্রত্যাশা ছিল, পরেও তা প্রায় একই রকম থাকে। ইয়ামি মামি সার্ভে নামে নিলসন গ্রুপ পরিচালিত জরিপটির লক্ষ্য ছিল অন্তঃসত্ত্বা নারীদের...

