কামরাঙ্গীর চরের বড়গ্রাম। ২১ মার্চ দুপুরে সালমাদের বাড়িতে যাই। বাড়িতে ঢুকতেই চোখে পড়ল কিশোরী সালমা উঠোনে বসে ভাত খাচ্ছে। শুধু মরিচভর্তা আর ডাল দিয়ে। জিজ্ঞেস করতেই জানাল, প্রায় প্রতিদিনই ওর খাবারের তালিকায় এ রকম খাবারই বেশি থাকে। তবে, তরকারি বা মাছ-মাংস খেতে না পেলেও, ভাত সে পেট ভরেই খায়। সায়েম রাজধানীর হাজারীবাগের সালেহা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ে। খাবারের তালিকায় কী কী থাকে জানতে চাইলে কথা বলতে এগিয়ে এলেন ওর মা মালিহা বেগম। তিনি জানান, সায়েমকে তিনি প্রতিদিন নিয়মিত পুষ্টিকর খাবার দিতে...

