‘এনার্জি ড্রিংকস এড়িয়ে চলুন’
03 December,13
Viewed#: 111
ক্যাফেইনে পরিপূর্ণ শক্তিবর্ধক পানীয় পানে হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন গবেষকরা।
জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৭ জনকে শক্তিবর্ধক পানীয় পান করানোর পর তাদের হৃদযন্ত্রের ছবি নেন।
গবেষণায় দেখা গেছে শক্তিবর্ধক পানীয় পানের পর তাদের হৃদস্পন্দন গতি অনেক বেড়ে যায় বলে বিবিসি জানিয়েছে।
গবেষক দলটি ‘দ্য রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকা’র বার্ষিক সম্মেলনে বলেন, শিশু ও পূর্ণ বয়স্ক মানুষের বেশ কিছু শারীরিক অবস্থায় এ ধরণের পানীয় পান পরিহার করা উচিত।
শক্তিবর্ধক পানীয়গুলোতে ক্যাফেইনযুক্ত অন্যান্য পণ্য যেমন কফি বা কোলার চাইতে তিনগুণের বেশি ক্যাফেইন থাকে জানিয়ে গবেষক ডা. জোনাস ডরনের বলেন, “যদিও এখন পর্যন্ত আমরা জানতে পারিনি শক্তিবর্ধক পানীয়গুলো ঠিক কীভাবে হৃদযন্ত্রের কার্যক্রমকে প্রভাবিত করে।“
“তবে প্রচলিত আছে উচ্চমাত্রার ক্যাফেইন সমৃদ্ধ খাবারে অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেগুলোর মধ্যে- হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অস্থিরতা, রক্তের চাপ বেড়ে যাওয়া ইত্যাদি। অনেক ক্ষেত্রে এর জন্য হৃদরোগ বা হঠাৎ মৃত্যুও হয়ে থাকে।“
গবেষণায় অংশগ্রহণকারীদের এমন একটি পানীয় পান করতে দেয়া হয় যেখানে প্রতি ১০০মিলিলিটারে ৩২মিলিগ্রাম ক্যাফেইন এবং প্রতি ১০০মিলিলিটারে ৪০০ মিলিগ্রাম অন্যান্য রাসায়নিক ও টাউরিন রয়েছে।
ডা. ডরনের বলেন, “আমরা দেখেছি শক্তিবর্ধক পানীয় পানের পর স্বল্পসময়ের জন্য হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন প্রক্রিয়া প্রভাবিত হয়।“
“যদিও হৃদযন্ত্রের এই সঞ্চালন কার্যক্রম বেড়ে যাওয়া দৈনন্দিন জীবনযাত্রা বা অ্যাথলেটদের পারফর্মেন্সে কীভাবে প্রভাব ফেলে সেটা আমরা ঠিক জানি না। এছাড়া এটা কীভাবে হৃদরোগের ঝুঁকি বাড়ায় সেটাও এখনো অজানা।“
তবে গবেষকরা শিশু এবং যাদের অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা আছে তাদের শক্তিবর্ধক পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
সূত্র - bdnews24.com
More in News
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
See details
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
See details
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
See details
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
See details
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
See details
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
See details