মাদকাসক্ত ব্যক্তির শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও প্রয়োজন। সুস্থ হওয়ার পরও দরকার নিয়মিত মাদক নিরাময় কেন্দ্র বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা।
মাদকাসক্ত ব্যক্তি ও তাদের স্বজনদের প্রশ্নের জবাবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই অভিমত ব্যক্ত করেন। ‘আসুন, মাদকমুক্ত থাকি’ শীর্ষক মাদকবিরোধী এক পরামর্শ সভা গতকাল বুধবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজন করা হয়। প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন কার্যক্রমের অংশ হিসেবে মাসে একবার এ ধরনের সভা আয়োজন করা হয়। বিশেষজ্ঞরা বলেন, মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা সম্পূর্ণ করতে হবে। রোগীর কথায় বিভ্রান্ত হয়ে তাকে নিরাময় কেন্দ্র থেকে নিয়ে আসা যাবে না।
সভায় প্রশ্নের উত্তর দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডা. মোহিত কামাল ও ডা. ফারজানা রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. সিফাত মাহমুদ, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আপনের পরিচালক ডা. ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল ও ক্রিয়ার পরিচালক ইফতেখার আহমেদ। আগামী ২৩ নভেম্বর একই স্থানে পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।
সূত্র - প্রথম আলো

