দক্ষিণ এশীয় স্যানিটেশন-বিষয়ক পঞ্চম সম্মেলন (সেকোসেন-৫) নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ২২-২৪ অক্টোবর। এতে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন ৭০ জন প্রতিনিধি।
কাঠমান্ডুর অভিজাত ইয়াকি-ইয়াতি হোটেলে অনুষ্ঠেয় তিন দিনের সম্মেলনটি নেপালের সরকারপ্রধানের উদ্বোধন করার কথা রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এসব তথ্য জানা যায়।
সম্মেলনে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সরকারি-বেসরকারি আট শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।
বাংলাদেশ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খানের নেতৃত্বে সরকারি-বেসরকারি সংস্থার ৭০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনের বাংলাদেশ ফোকাল পারসন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. খাইরুল ইসলাম নতুন বার্তা ডটকমকে জানান, ২০১১ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চতুর্থ সেকোসেন সম্মেলনে কলম্বো ডিক্লারেশনের অগ্রগতিসহ পারস্পরিক স্যানিটেশন-বিষয়ক অভিজ্ঞতা বিনিময় করা হবে। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে একটি উন্নত স্যানিটেশন-ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
এ বিষয়ে ডিপিএইচইর নির্বাহী প্রকৌশলী আরিফ আনোয়ার খান জানান, সম্মেলনের দ্বিতীয় দিন ‘বাংলাদেশ কান্ট্রি পেপার’ উপস্থাপন করবেন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখার যুগ্ম সচিব মো. সামছুল কিবরিয়া।
সম্মেলনে অংশগ্রহণকারী আটটি দেশের পক্ষ থেকে আটটি কারিগরি সেশন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সম্মেলনের তৃতীয় দিন ‘উদ্ভাবনী স্যানিটেশন’ বিষয়ক কারিগরি স্যানিটেশন পরিচালনা করবে।
সূত্র - natunbarta.com

