তথ্যপ্রযুক্তির মাধ্যমে রোগীদের সেবার মান বৃদ্ধিতে মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতাল।
প্রযুক্তিগত উৎকর্ষ বাড়িয়ে দেশে প্রথমবারের মতো এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হতে যাচ্ছে অনলাইন ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডস ‘হেলথল্যাব’। সংক্ষেপে ইএমআর।
এর মাধ্যমে রোগীদের ব্যবস্থাপত্র অন লাইনে সংরক্ষিত থাকবে।কাগজে কালমে ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপসন) পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে রোগীদের ব্যবস্থাপত্র দেয়া হবে এবং তথ্য ভাণ্ডারে সংরক্ষতি থাকবে। এ ছাড়াও রোগীর আমৃত্য চিকিৎসার যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে ডাটা বেইজড সার্ভারে।
দেশে বিদেশে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কেবলমাত্র রোগী কিংবা তার চিকিৎসক ইতিপূর্বে নেয়া চিকিৎসা সংক্রান্তে পুরানো রেকর্ডস দেখতে পারবেন।এর মাধ্যমে অল লাইনেই রোগী চিকিৎসকের সঙ্গে সরাসরি যোগাযোগ কিংবা এপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন।
এ ছাড়াও এ প্রযুক্তির মাধ্যমে চিকিৎসকরা রোগ ও ওষুধ সম্পর্কিত গবেষণার জন্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন।পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমের মতো চিকিৎসকরা নিজেদের মধ্যে চিকিৎসা ও গবেষণার তথ্য বিনিময় করতে পারবেন।
এ ক্ষেত্রে ‘হেলথল্যাব’ রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বহুস্তর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হবে যাবতীয় তথ্য সংরক্ষণ।
এ উপলক্ষে ‘হেলথল্যাব’ নির্মাতা প্রতিষ্ঠান - এএফসি হেলথ লিমিটেডের সঙ্গে রোববার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা.এনামুর রহমান ও এএফসি হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ ব্যবস্থাপনা পরিচালক ডা.শবনম ফাতেমা এনাম, সহকারী অধ্যাপক ডা. শাফিন আরাফাত রহমান, পরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমান, এএফসি হেলথ লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার মোস্তফা জুহায়ের ইবনে ইয়াহিয়া, হেড অব ডেভেলপমেন্ট নাহিদ মোস্তফা, বিজনেস এনালিস্ট মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
সূত্র - natunbarta.com

