রাজবাড়ীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ওরিয়েনটেশন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রহিম বক্স।
ওরিয়েনটেশনে জেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদানকারীসহ মোট ৯০ জন অংশগ্রহণ করেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজবাড়ীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে। এতে ৫ বছর থেকে ১২ বছর বয়সের শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট মো. আবুল কাশেম, স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুল ইসলাম,পরিসংখ্যানবিদ মো. আলাউদ্দিন মিয়া, সেনেটারি ইন্সপেক্টর মো. সেলিম উদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

