মাদক হিসেবে কোকেন ব্যবহারের কয়েক ঘণ্টার মধ্যেই তা বদলে দিতে পারে আপনার মস্তিষ্কের কাঠামো। ‘নেচার নিউরোসায়েন্স’ জার্নালে একটি গবেষণা প্রতিবেদনের মাধ্যমে আমেরিকান গবেষকেরা জানাচ্ছেন এমনই এক ভয়ঙ্কর তথ্য!
বিভিন্ন প্রাণীর ওপর গবেষণা করে দেখা গেছে যে কোকেন ব্যবহারের ঘণ্টাখানেকের মধ্যেই তাদের স্মৃতিশক্তি এবং কোনোকিছু শেখার বা গ্রহণ করতে পারার ধরণই বদলে যাচ্ছে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কেলি এবং ইউসি স্যান ফ্রান্সিসকোর একদল গবেষক কিছু ইঁদুরের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পেয়েছে যে কোকেন গ্রহণের পরপরই মস্তিষ্কের ক্ষুদ্র শাখাবহুল কোষগুলো ধীরে ধীরে বাড়তে থাকে বা প্রসারিত হতে শুরু করে, যা স্মৃতিশক্তিকে অস্বাভাবিকভাবেই প্রভাবিত করে।
কোন স্থানে বা কোন পরিবেশে মাদক গ্রহণ করা হচ্ছে, আসক্তির ক্ষেত্রে তাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গবেষণার প্রথম ধাপে ইঁদুরগুলোকে ভিন্ন কাঠামো ও গন্ধযুক্ত দু’টি আলাদা চেম্বারে যেতে দেয়া হয়েছিল। এরপর ইঁদুরগুলো পছন্দমতো যেকোনো একটি চেম্বারে অবস্থান করলে তাদের অন্য চেম্বারটিতে নিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে পানির সঙ্গে মিশিয়ে কোকেন দেয়া হয়।
লেজারচালিত এক ধরনের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখা গেছে যে প্রথমবার কোকেন গ্রহণ করার দু’ঘণ্টার মধ্যেই মস্তিষ্কের কোষগুলোতে কতগুলো নতুন শাখা সৃষ্টি হয়েছে।
মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্সের সহকারী অধ্যাপক ও গবেষক লিন্ডা উইলব্রেট বলছেন, “এই পরীক্ষা থেকে পরিষ্কারভাবে এটা প্রমাণিত যে কোকেন মস্তিষ্কের কোষগুলোতে খুব দ্রুত নতুন শাখা-প্রশাখা সৃষ্টি করে। যতই কোষের শাখা বাড়তে থাকে, ততই ইঁদুরগুলোর কাছে কোকেন তথা মাদক সম্পর্কে আগ্রহ বাড়তে থাকে।”
তাই মাদকাসক্ত ব্যক্তির মধ্যে নির্দিষ্ট সময় পর পর মাদকের প্রচন্ড চাহিদা সৃষ্টির যে বিষয়টি, তার সম্ভাব্য সমাধান খোঁজার জন্য এই গবেষণাটি কার্যকর হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সূত্র - natunbarta.com

