টুঙ্গিপাড়ায় মেজবান, চট্টগ্রামে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্দরনগরীতে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামের আপামর মানুষ স্মরণ করছেন পঁচাত্তরের কালোরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে।
শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং কলেজ-বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা।
আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়েও জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী শুরু হয়। বিভাগীয় কমিশনার মো.আবদুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সিএমপি, জেলা পরিষদ, সিভিল সার্জন, স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত দপ্তরের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম ইউনিট কমান্ডের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা।
সকাল সাড়ে ১১টার দিকে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে দলীয় কার্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফছারুল আমিনের নেতৃত্বে নেতাকর্মীদের পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচী।
দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ডা.আফছারুল আমিন বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। তারা মুক্তিযুদ্ধে পরাজিত হলেও থেমে ছিলনা। তারা বারবার সুযোগ খুঁজেছে নতুনভাবে মাথা তুলে দাঁড়িয়ে বাঙালীকে পরাজিত করতে এবং বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা সফল হয়েছিল।’
মন্ত্রী বলেন, ‘জামায়াতসহ স্বাধীনতা বিরোধী শক্তি বারবার পরাজিত হয়েছে আবার বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আমরাও বারবার মাথা তুলে দাঁড়িয়েছি কিন্তু তারা যে ভাষায় কথা বলেছে আমাদের পক্ষে সে ভাষায় কথা বলা সম্ভব হয়নি। সেজন্য স্বাধীন দেশে জামায়াতের মত স্বাধীনতা বিরোধী দল এত আস্ফালনের সুযোগ পাচ্ছে।’
আফছারুল বলেন, ‘আমরা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুনভাবে মাথা তুলে দাঁড়ানোর কাজ শুরু করেছি। এজন্য বিএনপির ছাত্রছায়ায় থেকে জামায়াত পুলিশ হত্যা করে, বোমা মেরে, গাড়িতে আগুন দিয়ে আমাদের পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার আর পরাজিত শক্তি সফল হতে পারবেনা। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। যে কোন মূল্যে এ বিচার শেষ করে রায় কার্যকর করা হবে।’
নগর আওয়ামী লীগের সহ সভাপতি একেএম বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক হাবিবুর রহমান তারেক।
এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গনে বুধবার ভোরে পুস্পস্তবক অর্পণ করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি দল। দুপুরে নগর আওয়ামী লীগ সেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বাংলানিউজকে জানান, প্রায় দশ হাজার লোককে মেজবানে আপ্যায়িত করা হচ্ছে। মেজবানের জন্য ১০টি গরু এবং অর্ধশত ছাগল স্থানীয়ভাবে সংগ্রহ করে জবাই করা হয়েছে।
চট্টগ্রামের কোতয়ালী আসনের সাংসদ নূরুল ইসলাম বিএসসি বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মেজবানের আয়োজন করেছেন। সন্ধ্যায় নগরীল খুলশীতে তার বাসভবন প্রাঙ্গনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফছারুল আমিন।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন, নগর আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে বন্দরনগরীতে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামীলীগ, জাসদ, সিপিবি সহ আরও বিভিন্ন সংগঠন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।
শোকদিবস উপলক্ষে চট্টগ্রামে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, নগরীর অলি-গলি শোকের কালো পতাকা ও ব্যানারে ছেয়ে গেছে।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

