home top banner

খবর

শোক আর শ্রদ্ধায় ইতিহাসের মহানায়ককে স্মরণ
১৫ অগাস্ট, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   52

টুঙ্গিপাড়ায় মেজবান, চট্টগ্রামে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্দরনগরীতে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামের আপামর মানুষ স্মরণ করছেন পঁচাত্তরের কালোরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। 

শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে বিভিন্ন সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং কলেজ-বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা। 

আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়েও জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচী শুরু হয়। বিভাগীয় কমিশনার মো.আবদুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এছাড়া সিএমপি, জেলা পরিষদ, সিভিল সার্জন, স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত দপ্তরের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম ইউনিট কমান্ডের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা।

সকাল সাড়ে ১১টার দিকে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে দলীয় কার্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফছারুল আমিনের নেতৃত্বে নেতাকর্মীদের পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচী।


দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় ডা.আফছারুল আমিন বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। তারা মুক্তিযুদ্ধে পরাজিত হলেও থেমে ছিলনা। তারা বারবার সুযোগ খুঁজেছে নতুনভাবে মাথা তুলে দাঁড়িয়ে বাঙালীকে পরাজিত করতে এবং বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা সফল হয়েছিল।’

মন্ত্রী বলেন, ‘জামায়াতসহ স্বাধীনতা বিরোধী শক্তি বারবার পরাজিত হয়েছে আবার বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আমরাও বারবার মাথা তুলে দাঁড়িয়েছি কিন্তু তারা যে ভাষায় কথা বলেছে আমাদের পক্ষে সে ভাষায় কথা বলা সম্ভব হয়নি। সেজন্য স্বাধীন দেশে জামায়াতের মত স্বাধীনতা বিরোধী দল এত আস্ফালনের সুযোগ পাচ্ছে।’

আফছারুল বলেন, ‘আমরা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুনভাবে মাথা তুলে দাঁড়ানোর কাজ শুরু করেছি। এজন্য বিএনপির ছাত্রছায়ায় থেকে জামায়াত পুলিশ হত্যা করে, বোমা মেরে, গাড়িতে আগুন দিয়ে আমাদের পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার আর পরাজিত শক্তি সফল হতে পারবেনা। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। যে কোন মূল্যে এ বিচার শেষ করে রায় কার্যকর করা হবে।’

নগর আওয়ামী লীগের সহ সভাপতি একেএম বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক হাবিবুর রহমান তারেক।

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গনে বুধবার ভোরে পুস্পস্তবক অর্পণ করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি দল। দুপুরে নগর আওয়ামী লীগ সেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে। 

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বাংলানিউজকে জানান, প্রায় দশ হাজার লোককে মেজবানে আপ্যায়িত করা হচ্ছে। মেজবানের জন্য ১০টি গরু এবং ‍অর্ধশত ছাগল স্থানীয়ভাবে সংগ্রহ করে জবাই করা হয়েছে।

চট্টগ্রামের কোতয়ালী আসনের সাংসদ নূরুল ইসলাম বিএসসি বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মেজবানের আয়োজন করেছেন। সন্ধ্যায় নগরীল খুলশীতে তার বাসভবন প্রাঙ্গনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফছারুল আমিন।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন, নগর আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে বন্দরনগরীতে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এছাড়া চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামীলীগ, জাসদ, সিপিবি সহ আরও বিভিন্ন সংগঠন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। 

শোকদিবস উপলক্ষে চট্টগ্রামে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, নগরীর অলি-গলি শোকের কালো পতাকা ও ব্যানারে ছেয়ে গেছে।

সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

Please Login to comment and favorite this News
Next Health News: ‘নগ্ন’ বিবাহে মেতেছে চীন
Previous Health News: Women take control

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')