আইনের তোয়াক্কা না করে দেশের বাজারে পণ্য ছাড়ছে বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই সেনসোডাইন টুথপেস্টের বিজ্ঞাপন, বিপণনে জড়িয়ে পড়েছে উৎপাদনকারী কোম্পানিটি।
লন্ডনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান জিএসকে সম্প্রতি চীনে ঘুষ দিয়ে ওষুধ বিক্রি করতে গিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। এর আগে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে সবচেয়ে বড় দুর্নীতির সঙ্গে জিএসকে জড়িত ছিল। সেবার বিশ্বের চতুর্থ বৃহৎ ওষুধ কোম্পানিটি ৩০০ কোটি মার্কিন ডলার জরিমানা দিয়ে ফৌজদারি অভিযোগ থেকে মুক্তি পায়। আর চীনের তাদের চারজন কর্মকর্তা গ্রেফতার হয়েছে।
কোনো দেশের অভ্যন্তরীণ আইন মেনেই যে কোনো বহুজাতিক কোম্পানিকে তার পণ্য বাজারজাত করতে হয়। দেশের বাজারে যে কোনো পণ্য বিপণনের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) থেকে অনুমোদন নেওয়া আবশ্যক। কিন্তু জিএসকে তার সেনসোডাইন বাজারজাত করার ক্ষেত্রে কারো অনুমোদন নেয়নি।
এ বিষয়ে বিএসটিআইয়ের পরিচালক (মান) কমল কুমার দাস বাংলানিউজকে বলেন, ‘গুণমত মান পরীক্ষা করে বাজারজাত করার বিধি রয়েছে। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান কোনো পরীক্ষা ছাড়াই সেনসোডাইন টুথপেস্ট বিক্রি করছিল।’ এই দায় আমদানিকারক প্রতিষ্ঠান সেট অ্যান্ড ফেভার ইন্টারন্যাশনালের।
তিনি জানান, বিএসটিআই আইনের ২৪ ধারা অনুযায়ী পণ্যের গায়ে বিএসটিআইয়ের সিল, আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানা, মেয়াদ, মূল্য লেখা থাকবে। তারা কোনো আইন মানেনি। এজন্য সেনসোডাইন টুথপেস্ট জব্দ করা হয়েছে।
কমল কুমার দাস জানান, বন্দর থেকে কাস্টমস কর্তৃপক্ষের ছাড়ের পর পণ্য পরীক্ষার জন্য সরাসরি বিএসটিআইয়ের কাছে আসার কথা। কিন্তু সম্ভবত সেনসোডাইন টুথপেস্ট কাস্টমস হয়ে আসেনি।
রাজধানীর বিজয়নগরে গত রোববার অভিযান চালিয়ে বিএসটিআইয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদা আফসারি সেনসোডাইন টুথপেস্ট জব্দ করেন। এসব পণ্যের একটি গায়েও মান নিয়ন্ত্রণকারী বিএসটিআইয়ের সিল ছিল না।
যুক্তরাষ্ট্রে বিরাট অঙ্কের জরিমানা দিয়ে রফা হলেও চীনে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক ইমেজ সংকটে পড়েছে জিএসকে। আর বাংলাদেশের মতো স্বলোপন্নত দেশগুলোয় তাদের পণ্য সহজেই প্রবেশ করে, কোনোরকম আইনের তোয়াক্কা না করেই।
দেশীয় বাজারে জিএসকের বিভিন্ন ধরনের ওষুধ, ভ্যাকসিন, হরলিক্স, গ্লুকোজ পাওডার ইত্যাদি পণ্য রয়েছে।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

