home top banner

News

শহরজুড়ে বিষাক্ত কলা!
21 July,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   208

কক্সবাজার শহরের কস্তুরাঘাট। দোকানে দোকানে ঝুলছে কাঁচা-পাকা কলার কাঁদি। পাকা কলাগুলো দেখতে হলুদ রঙের হলেও গন্ধ নেই। সারি সারি আড়তগুলোর একটিতে গিয়ে দেখা গেল, মেঝের এক কোণে মোটা পলিথিনে ঢেকে রাখা কলার স্তূপে আগুন জ্বালিয়ে তাপ দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের কর্মরত একজন শ্রমিক জানান, পোড়ানোর আগে কাঁচা কলার ছড়া রাইপেন বা ক্যালসিয়াম কার্বাইড-মিশ্রিত পানিতে ডোবানো হয়। এই প্রক্রিয়া অনুসরণ করে পাকানো হয় কলা।
গত রোববার দুপুরে শহরের কস্তুরাঘাটের ফলের আড়তে গিয়ে এমন চিত্র দেখা যায়। এই আড়তগুলো থেকে কক্সবাজার শহর ও আশপাশের উপজেলায় কলা সরবরাহ করা হয়। রমজান মাস আসায় বেড়েছে কলার চাহিদা। ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো এই কলাই রোজাদারেরা ইফতার ও সেহরির সময় খাচ্ছেন।
কস্তুরাঘাটের আড়তের মালিক আবদুল করিম (৩৫) বলেন, ‘রংপুর থেকে আমরা ট্রাকে করে সাগরকলা এখানে নিয়ে আসি। একসঙ্গে বিপুলসংখ্যক কলা পাকানোর জন্য আমরা পলিথিন দিয়ে ঢেকে নিচে আগুনের তাপ দিই। কিন্তু কার্বাইড ব্যবহার করি না।’ তিনি নিজে এভাবে কলা পাকানোর কথা অস্বীকার করলেও অন্য আড়তগুলোতে রাসায়নিক ব্যবহার হচ্ছে বলে স্বীকার করেন।
কৃত্রিমভাবে পাকানো কলা খুব দ্রুত পচেও যায়। লালদীঘিপাড়ের খুচরা বিক্রেতা মুজিবুর রহমান (২৩) বলেন, ‘আড়ত থেকে পাকানো সাগরকলা আমরা তিন থেকে পাঁচ টাকায় (প্রতিটি) বিক্রি করছি। সকালে কিনে সন্ধ্যার মধ্যে কলা বিক্রি সম্ভব না হলে লোকসান গুণতে হয়। কারণ, বিষাক্ত কলা ১২ ঘণ্টার বেশি রাখলে পচে যায়।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমারও কলায় রাসায়নিক দেওয়া হয় বলে স্বীকার করেন। তিনি বলেন, ক্যালসিয়াম কার্বাইড ও প্রপিট দিয়ে কলাসহ বিভিন্ন ফল পাকানো হচ্ছে। কিন্তু কাজটি অতি গোপনে করা হয় বলে ধরা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, রাইপেন খেতের পোকামাকড় দমনে কীটনাশক হিসেবে এবং প্রপিট উদ্ভিদের ফুল, ফল ও পাতার বৃদ্ধিতে ব্যবহূত হয়।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, দ্রুত ফল পাকানোর জন্য অসাধু ব্যবসায়ীরা কলাসহ আম, কাঁঠাল, কমলা, আঙুর ও আনারসে কার্বাইড ব্যবহার করছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বলেন, অতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করলে ফলের স্বাদ নষ্ট হয়। বিষ মেশানো ফল পেটে গেলে লিভার, কিডনি ও পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে, এমনকি ক্যানসারও হতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য এসব ফল মারাত্মক ক্ষতিকর।
জেলাপ্রশাসক মো. রুহুল আমীন বলেন, ভেজাল খাবার পরিবেশন এবং মাছ, তরিতরকারি কিংবা ফলে রাসায়নিকের প্রয়োগ বন্ধ করতে ভেজালবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত এখন মাঠে রয়েছে। কলায় রাসায়নিক মেশানো বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র - প্রথম আলো

 

Please Login to comment and favorite this News
Next Health News: A unique first aid device for obstetric bleeding
Previous Health News: অনেক শিশু ভিটামিন ‘এ’ সুরক্ষার বাইরে থাকছে

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')