ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে কার্যকর টিকা তৈরিতে অনেক সময় লেগে যায়। এদিকে প্রাণী থেকে মানবদেহে ছড়িয়ে পড়তে পারে এমন ফ্লু'র ভাইরাস বিশ্বে ভয়াবহ মহামারি সৃষ্টি করতে পারে বলে হুমকি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ফ্লু'র ভাইরাস বিরোধী টিকা বের করা একান্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।
এ অবস্থায় আশার খবর শুনিয়েছে সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন নামের সাময়িকী। এতে টিকা নিয়ে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে এবং এতে বলা হয়েছে, ফ্লুর বিরোধী কার্যকর ভাইরাস কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি করা সম্ভব হবে।
আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন পদ্ধতিতে তৈরি টিকার কার্যকারিতা প্রাণীদেহে পরীক্ষা করেছেন। এ পরীক্ষা চালানো হয়েছে ইঁদুর এবং বানর জাতীয় প্রাণীর ওপর। এ টিকা ব্যবহার কতোটা নিরাপদ তা নিয়ে মানবদেহে প্রথম পর্বের পরীক্ষা-নিরীক্ষা যেকোনো সময় শুরু হতে পারে বলেও জানানো হয়েছে।
প্রচলিত পদ্ধতিতে টিকা তৈরির জন্য মহামারি সৃষ্টির করতে পারে-ভাইরাসের এমন প্রজাতি বেছে নেওয়া হয়। কিন্তু সনাতন এ পদ্ধতিটি ব্যবহার করেননি পেনসিলভানিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর বদলে রাসায়নিকভাবে দুর্বল ভাইরাসকে ব্যবহার করে দেহ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করে তোলার দিকে মনোযোগ দেন তারা।
এভাবে প্রাণীদেহ থেকে মানবদেহে ছড়িয়ে পড়তে সক্ষম এইচ৫এন১ এবং এইচ১এন১ ভাইরাসের বিরুদ্ধে টিকা তৈরি করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তাদের মতে, মানবদেহে এর কার্যকারিতা আরো ভালোভাবে মূল্যায়ন করতে হবে।
এর আগে, হিউম্যান ইমিউনো ভাইরাস (এইচআইভি) বিরোধী কিছু কিছু পরীক্ষামূলক টিকা এভাবে তৈরি করা হয়েছে।
Source - Poriborton.com

