দেশের ২৭টি প্রতিষ্ঠানকে কৃষিজ ফসলের উত্পাদন বাড়াতে বিভিন্ন হরমোন আমদানির অনুমোদন দেয়া আছে। কিন্তু ছয়টি প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে ফল পাকানোর বিষাক্ত রাসায়নিক অবৈধভাবে দেশে আনছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, ফল পাকাতে ও ফলের পচন রোধে প্রতিবছর কয়েকশ' কোটি টাকার বিষাক্ত রাসায়নিক অবৈধভাবে দেশে আসছে। এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না সরকারের কোন প্রতিষ্ঠান।
এদিকে জানা গেছে, মধুমাসের অন্যতম প্রিয় ফল জামেও যত্রতত্র রাসায়নিকের প্রয়োগ হচ্ছে। জাম চাষীরা জানান, ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট গত দুই বছর ধরে জামে বিষাক্ত রাসায়নিক স্প্রে করছে। বিক্রেতারা জানান, গত দুই বছর ধরে জামে ফরমালিন মেশাচ্ছে আড়তদাররা। ফরমালিন মিশ্রিত পানিতে জাম রাখলে জামে পচন ধরে না।
কাওরান বাজার, বাদামতলী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কাছে ফলের আড়তে গিয়ে ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে আলাপকালে তারা জানান, এমন কোন ফল নেই, যারমধ্যে বিষাক্ত রাসায়নিক ও ফরমালিন নেই। আম, আঙ্গুর, আপেল, মালটা ও কলাসহ প্রায় সব ফল রাসায়নিক দিয়ে পাকানো হয়। পচন রোধে ও দীর্ঘদিন রেখে বিক্রির জন্য মেশানো হচ্ছে ফরমালিন। সর্বশেষ যে ফলটিকে ভাবা হতো ফরমালিন মুক্ত সেই জামও ফরমালিন মিশ্রিত পানিতে চুবানো হয়। যা অনেকে জানেন না।
ক্যান্সার, গাইনি, শিশু, স্নায়ু রোগ ও কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিত্সকরা জানান, ফরমালিন মেশানো জাম খেলে ক্যান্সার, কিডনি লিভারসহ মরণব্যাধি হওয়ার আশংকা বেশি।
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জয়নাল আবেদীন জানান, টাঙ্গাইল ধনবাড়ি এলাকায় ৫/৬শ' একর জমিতে জামের চাষ হচ্ছে বহু বছর ধরে। এ জাম ঢাকার আড়তদাররা সরাসরি গাছ থেকে ক্রয় করে নিয়ে যান। তারা গাছে কয়েক বার স্প্রে করেন। এরপর ড্রাম ভর্তি ফরমালিন মিশ্রিত পানিতে জাম চুবিয়ে বস্তাবন্দী করা হয়। অনিকা এন্টারপ্রাইজের কেমিক্যাল টমটম, ন্যাশনাল এগ্রোকেয়ারের রাইফেন-১৫, হাইচিন বিডি লি.-এর হারভেস্ট, সার্ক বাংলাদেশের প্রমোট, মার্শাল লিমিটেডের পুলং এবং ক্লিনিং এগ্রো লিমিটেডের ব্রাইট কেমিক্যাল দেদারসে টাঙ্গাইলে জামসহ বিভিন্ন ফলে মেশানো হচ্ছে।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মীর আনোয়ার হোসেন টুটুল জানান, স্থানীয় বাজারে জাম বিক্রেতাদের সঙ্গে আলাপকালে তারাও জানান আড়তদাররা রাসায়নিক ও ফরমালিন মেশাচ্ছেন। সাভারের স্টাফ রিপোর্টার তুহিন খানও জানান, স্থানীয় বাজারে জাম বিক্রেতাদের সঙ্গে আলাপকালে তারাও বলেন জামে রাসায়নিক ব্যবহারের কথা।
সূত্র - দৈনিক ইত্তেফাক

