প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হতদরিদ্র মায়েদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা নিশ্চিত করতে তার সরকার ‘মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম’ চালু করেছে।
প্রধানমন্ত্রী গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বলেন, প্রায় দুই বছর আগে শুরু এই কর্মসূচির আওতায় প্রত্যেক পর্যায়ে ২০টি করে উপজেলা অন্তভর্ুুক্ত হবে। মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমে ইতোমধ্যে ৫৩ উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে এবং শিগগিরই আরো ২০ উপজেলা এর আওতায় আসবে।
তিনি বলেন, মাতৃত্ব সেবাসহ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যাপক পদপে নেয়া হয়েছে। এসব পদপে সত্ত্বেও এখনো প্রতি লাখ জীবিত জন্মে ১৯৪ জন মায়ের মৃত্যু হয়।
শেখ হাসিনা ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যু প্রতি লাখ জীবিত জন্মে ১৪৩, নবজাতকের মৃত্যু প্রতি হাজারে ২০-এ নামিয়ে আনা এবং দ হাতে প্রসবের হার ৫০ শতাংশে উন্নীত করার কর্মসূচি বাস্তবায়নকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে ২০১৫ সালের মধ্যে তিন হাজার মিডওয়াইফ তৈরির কাজ চলছে। ইতোমধ্যে ৫৯৬ জন নার্স ছয় মাস মেয়াদি মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করেছেন। তিন বছরমেয়াদি মিডওয়াফারি কোর্সও চালু করা হয়েছে। বর্তমানে এই কোর্সে ৪৩০ জন প্রশিণ নিচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মায়েদের স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করেই ১৯৯৭ সালে প্রতি বছর ২৮ মে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ পালনের ঘোষণা দেয়।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা ডা: সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক খন্দকার মোহাম্মাদ শেফায়েতুল্লাহ অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়টির সচিব এম এম নিয়াজ উদ্দিন।
তেজগাঁওয়ে ইএনটি ইনস্টিটিউট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর গতকাল রাজধানীর তেজগাঁওতে ইএনটি ইনস্টিটিউট জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।
২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত এই হাসপাতাল ও প্রশিণ কেন্দ্রের নির্মাণকাজ শুরু করে।
কর্মকর্তারা জানান, ১২ তলাবিশিষ্ট এই ইনস্টিটিউট ভবনটির আট তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এতে ১০০ শয্যা রয়েছে। অবশিষ্ট কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় আজ : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পিরোজপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সূত্র - নয়া দিগন্ত

