home top banner

খবর

মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম প্রতি উপজেলায় চালু হবে : প্রধানমন্ত্রী
২০ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   46

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হতদরিদ্র মায়েদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা নিশ্চিত করতে তার সরকার ‘মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম’ চালু করেছে। 

প্রধানমন্ত্রী গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বলেন, প্রায় দুই বছর আগে শুরু এই কর্মসূচির আওতায় প্রত্যেক পর্যায়ে ২০টি করে উপজেলা অন্তভর্ুুক্ত হবে। মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমে ইতোমধ্যে ৫৩ উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে এবং শিগগিরই আরো ২০ উপজেলা এর আওতায় আসবে।
তিনি বলেন, মাতৃত্ব সেবাসহ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে ব্যাপক পদপে নেয়া হয়েছে। এসব পদপে সত্ত্বেও এখনো প্রতি লাখ জীবিত জন্মে ১৯৪ জন মায়ের মৃত্যু হয়।
শেখ হাসিনা ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যু প্রতি লাখ জীবিত জন্মে ১৪৩, নবজাতকের মৃত্যু প্রতি হাজারে ২০-এ নামিয়ে আনা এবং দ হাতে প্রসবের হার ৫০ শতাংশে উন্নীত করার কর্মসূচি বাস্তবায়নকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে ২০১৫ সালের মধ্যে তিন হাজার মিডওয়াইফ তৈরির কাজ চলছে। ইতোমধ্যে ৫৯৬ জন নার্স ছয় মাস মেয়াদি মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করেছেন। তিন বছরমেয়াদি মিডওয়াফারি কোর্সও চালু করা হয়েছে। বর্তমানে এই কোর্সে ৪৩০ জন প্রশিণ নিচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মায়েদের স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করেই ১৯৯৭ সালে প্রতি বছর ২৮ মে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ পালনের ঘোষণা দেয়।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা ডা: সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক খন্দকার মোহাম্মাদ শেফায়েতুল্লাহ অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়টির সচিব এম এম নিয়াজ উদ্দিন।
তেজগাঁওয়ে ইএনটি ইনস্টিটিউট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর গতকাল রাজধানীর তেজগাঁওতে ইএনটি ইনস্টিটিউট জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।
২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকার ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত এই হাসপাতাল ও প্রশিণ কেন্দ্রের নির্মাণকাজ শুরু করে।
কর্মকর্তারা জানান, ১২ তলাবিশিষ্ট এই ইনস্টিটিউট ভবনটির আট তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এতে ১০০ শয্যা রয়েছে। অবশিষ্ট কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় আজ : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পিরোজপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

 

সূত্র - নয়া দিগন্ত

 

Please Login to comment and favorite this News
Next Health News: হাঁপানি নিরাময়ে আদা
Previous Health News: Clapping spreads like an ‘infection’

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')