সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে দুশ্চিন্তা নিরোধক এবং ঘুমের বড়ি মৃত্যুর ঝুঁকি বাড়ায়। বৃটেনের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় দেখা যায় দুশ্চিন্তা নিরোধক বা ঘুমের বড়ি মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়।
ওয়ারউইকের বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যার অধ্যাপক স্কট উইচ বলেন, “আমরা সবাই এসব ওষুধ সতর্কতার সঙ্গে সেবন করবো। শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া উল্ল্যেখযোগ্য ও মারাত্মক রকমের হয়ে থাকে। আমারা দুশ্চিন্তা নিরোধক এবং ঘুমের বড়ি সেবন হ্রাস করতে যা কিছু করার সবই করেছি।”
তিনি আরো বলেন, “এটা বলা যাবে না যে এটা কার্যকর হবে না। আমাদের এ ব্যাপারে রোগীদের পাশে দাঁড়ানো প্রয়োজন এবং উদ্বেগ বা ঘুমের সমস্যার বিকল্প ব্যবস্থা যেমন কগন্যাটিব বিহ্যাবিওরাল থেরাপি নিতে হবে।”
গবেষণাটিতে এর জন্য অন্যান্য কারণগুলোকেও দায়ী করা হয় যেমন বয়স, ধূমপান করা, এলকোহল পান, আর্থ-সামাজিক অবস্থা ইত্যাদি।
সূত্র - natunbarta.com

