
প্রতিটা মানুষেরই জীবনে ডাক্তারের কাছে যাওয়া পড়ে কম বেশি। প্রায়ই দেখা যায় কোন ডাক্তারের কাছে গেলে সে পুরোনো মেডিক্যাল হিস্ট্রির খোঁজ জানতে চায় কিংবা আগের রিপোর্ট দেখতে চায়। কিন্তু ব্যস্ত জীবনে এত কাজ কর্মের মাঝে পূর্বের ডাক্তারের প্রেসক্রিপশান বা মেডিক্যাল রিপোর্ট এসব গুছিয়ে রাখা এবং প্রয়োজনমত সঠিক সময়ে তা খুঁজে পাওয়া যেন অসম্ভবের কাছাকাছি।
অনেক সময় তো পরিবারের বয়স্ক ব্যক্তির প্রয়োজনীয় মেডিক্যাল রিপোর্টও হারিয়ে যায়। কখনো কখনো টিকার কয় ডোজ নেয়া হয়েছে কিংবা সামনে কবে টিকা নিতে হবে তাও মনে থাকে না অনেকের। এমন দৈনন্দিন সমস্যার কথা মাথায় রেখে হেলথপ্রায়র২১ চালু করেছে ই-প্রেসক্রিপশান সেবা।
এই সেবা নিতে আপনার প্রয়োজন হবে আপনার কম্পিউটার বা মোবাইল ফোন এবং ইন্টারনেট।
• আপনার প্রয়োজনীয় তথ্য, ফোন নাম্বার দিয়ে হেলথপ্রায়র ২১- এর সাইটে রেজিস্টার করুন।
• এরপর হেলথপ্রায়র ২১ এর ই-প্রেসক্রিপশানট্যাবে ক্লিক করুন ।
• আপনার প্রয়োজনীয় মেডিক্যাল রিপোর্ট এবং প্রেসক্রিপশান নিয়ে স্ক্যান করুন বা মোবাইল দিয়ে ছবি তুলুন।
• এরপর "Add History" তে ক্লিক করে আপনার স্ক্যান করা প্রেসক্রিপশান বা মেডিক্যাল রিপোর্ট আপলোড করুন। আপনি সরাসরি মোবাইল থেকেও ছবি আপলোড করতে পারেন।
• আপনার পরবর্তীতে বুঝার সুবিধার্থে প্রতিটা ছবির সাথে এর বর্ণনা লিখে রাখুন।
এরপর যখনি আপনার প্রয়োজন পড়বে মেডিক্যাল হিস্ট্রি চেক করার, শুধু হেলথপ্রায়র ২১ এর সাইট ভিজিট করে লগইন করুন এবং নিশ্চিন্তে হালনাগাদ করুন আপনার স্বাস্থ্য তথ্য।
শেষ কথা:
আপনি এখন চাইলে আপনার আপলোডকৃত প্রেসক্রিপসন দিয়ে আমাদের ই-স্টোরেও অর্ডার করতে পারবেন। আমরা তখন আপনার medicine আপনার বাসার address এ পৌছে দিব ।
ই-প্রেসক্রিপশান সেবার লিঙ্ক :
http://www.healthprior21.com/e-Prescription

