রাজধানীর শাহবাগের বঙ্গবাজার এলাকায় এক শিশুর গলা চেপে ধরায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শুকুর আলীকে ক্লোজড করা হয়েছে।
একজন পুলিশ সদস্যের এমন নিষ্ঠুরতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রকাশ হওয়ার পর তাকে ক্লোজড করার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ এই পুলিশ সদস্যকে খুঁজে বের করে তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শুকুর আলী ডিএমপির মিডিয়া সেন্টারে ছবিটি তার নয় বলে দাবি করেন। পরে আইটি সেকশনের কর্মকর্তারা ছবিটি প্রিন্ট করে শুকুর আলীর বলে সনাক্ত করেন।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ফেইসবুকে পুলিশ সদস্যর গলা টিপে ধরার ছবি প্রকাশ হয়। এরপর বিষয়টি কমিশনার স্যারের নজরে আসে। তিনি আমাকে ওই পুলিশ সদস্যকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর ডিএমপির বিভিন্ন থানায় লোক পাঠিয়ে তাকে খুঁজে বের করি।
তিনি বলেন, "ছবিটির সঙ্গে কিছুটা মিল রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাকে ক্লোজড করার বিষয়টি অস্বীকার করেছেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপ-কমিশনার মো. মারুফ হাসান সরদার জানান, যেখান থেকে ছবিটি তোলা হয়েছে সেই শাহবাগ থানার বঙ্গবাজার এলাকার। আমরা সেখানকার কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করেছি। একজনের অপরাধের জন্য পুরো পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন হোক তা আমরা মেনে নিতে পারি না। ইতোমধ্যে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র - poriborton.com

