বাংলাদেশে প্রতি বছর এক লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রাত হয়ে থাকে এবং ৯১হাজার মানুষ মারা যায়।
সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “কমিউনিটি অনকোলজি নেটওয়ার্ক” আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. হাবিবুল্লা তালুকদার এ কথা বলেন।
তিনি আরো জানিয়েছেন বিশ্ব ক্যান্সার দিবস- ২০১৪ উপলক্ষে, সেন্টার ফর প্রিভেনশন এন্ড রিসার্চ(CCPR) আয়োজিত ক্যান্সার সচেতনায় সড়কযাত্রা করবেন তারা।
তিনি আরো বলেন, মার্চ মাসের ২৮ ও ২৯ তারিখে রাজশাহীর বিভিন্ন জেলার, জনগণকে ক্যান্সারে আক্রাত হলে কি কি করনিও তা সম্মন্ধে এক ঘণ্টা করে সচেতনা মূলক আলোচনা সভা করা হবে এবং পর্যায়ক্রমে সারা দেশের সাত বিভাগের চল্লিশটি জেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।
ডা. হাবিবুল্লা আরো বলেন, ‘সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি যে, সরকারি বাস ও ট্রেনে ক্যান্সার আক্রান্ত রোগীদের চলা ফেরা করতে তাদের টিকেট যেন অর্ধেক করে দেওয়া হয়। যা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে।’
এছাড়াও, কবি ও লেখক কাজি রোজি বলেন, আমি গত দুই দশক ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে আছি। তারপরও আমি বেঁচে আছি। আমি অনেক কষ্টের সঙ্গে বলতে চাই যে, ক্যান্সার যার হয়, তার পরিবারও তার কাছ থেকে দূরে চেলে যায়।
তিনি আক্রান্ত ব্যক্তির সাথে সাহায্যের হাত বারিয়ে দেবার সকলের কাছে বিনীত অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা. মো. জিল্লুর রহমান, কবি ও লেখক কাজি রোজি, সার্জারি ও অনকোলজি ডা. হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. মো. খোরসেদ আলম, প্রমুখ।
সূত্র - risingbd.com

