আগামী মার্চ মাসের মধ্যবর্তী সময়ে দেশে প্রথমবারের মতো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কাজ শুরু হবে। যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের একটি শাখা স্থাপন করা হবে।
রবিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাসুসেটস জেনারেল হাসপাতালের একজন প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে বিষয়টি নিশ্চিত করেন।
এসময় মন্ত্রী বলেন, ‘ব্লাড ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে সব ধরনের সুযোগ তৈরি করে দেবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে এমন চিকিৎসা ব্যবস্থা চালু হলে দেশের মানুষকে বহু টাকা খরচ করে ব্লাড ক্যান্সার ও থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না।’
সূত্র - dhakatimes24.com

