স্বপ্ন তো স্বপ্নই। স্বপ্ন কি আর বাস্তবে ফলে? আমাদের বিশ্বাসটা তেমনই। কিন্তু গবেষকেরা বৈজ্ঞানিকভাবে বলছেন ভিন্ন কথা। হুবহু না ফললেও স্বপ্নের প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন জীবনে।
যেমন, আপনি স্বপ্নে দেখলেন জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হচ্ছে বা সে আপনার সঙ্গে প্রতারণা করেছেন। ঘুমের মধ্যে এমন একটি স্বপ্ন দেখার পর জেগে উঠে যে দিনটি শুরু করছেন, তা খুব ভালো নাও যেতে পারে। ঝগড়া হতে পারে সঙ্গীর সঙ্গে। দুজনের মধ্যে ভুল-বোঝাবুঝি বা মন-কষাকষি হতে পারে।
গবেষণার পর মনোবিজ্ঞানীরা বলছেন, এমনটা হওয়ার কারণ স্বপ্নের রেশ মনের মধ্যে থেকে যায়। সেই অনুভূতি দিনের বেলায়ও মনে থাকে এবং বাস্তবিক সম্পর্কে তার প্রভাব পড়ে।
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোবিজ্ঞানী ডিলন সেলটারম্যান। তিনি বলেছেন, মানুষ যখন স্বপ্ন দেখে, তখন সেটি বাস্তবের মতোই মনে হয়। এমন স্বপ্নের সময় মস্তিষ্কের স্নায়ু বাস্তবের মতোই কাজ করে। তথ্য সংরক্ষণ করে রাখে বাস্তবের মতো করেই। এ জন্য স্বপ্নের মধ্যে দেখা কোনো কিছুর অনুভূতি মস্তিষ্কের তথ্যভান্ডারে থেকে যায়। পরে মস্তিষ্ক ওই তথ্য কাজে লাগায়। এ কারণে স্বপ্ন দেখে জেগে ওঠার পর বাস্তব আচরণেও মস্তিষ্কে সঞ্চিত ওই তথ্যের প্রভাব পড়ে। টেলিগ্রাফ।
সূত্র - প্রথম আলো

