ভারতের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী শশী ঠারুরের স্ত্রী সুনন্দা পুস্কর আর নেই। দিল্লির একটি পাঁচ-তারকা হোটেলের কক্ষ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পাকিস্তানি এক নারী সাংবাদিক মেহের তাহরারের প্রেমে পড়েছেন শশী ঠারুর- এমন প্রতিবেদনের ভারতীয় গণমাধ্যমে তোলপাড় হওয়ার পরই সুনন্দার মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শশী ঠারুর নিজে পুলিশকে ফোন করে স্ত্রীর মৃত্যুর খবর জানান। বুকে ভীষণ ব্যথা অনুভূত হওয়ায় ঠারুরকে সকালে হাসপাতালে ভর্তি করা হয় ও তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। স্থানীয় যে হাসপাতালে কয়েক ঘণ্টার মধ্যেই সুনন্দার লাশের ময়নাতদন্ত করা হবে, সেখানেই ভর্তি করা হয়েছে ঠারুরকে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। হোটেলের বেশ কয়েকজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সুনন্দার মৃত্যু রহস্য উন্মোচনে তদন্ত অব্যাহত রয়েছে। ২০১০ সালে ঠারুর সুনন্দাকে বিয়ে করেন। টুইটার বার্তায় বিতর্কিত প্রেমের খবর প্রকাশ হওয়ার পর ঠারুর ও সুনন্দা জোর দিয়ে বলেছিলেন, তারা সুখী বিবাহিত দম্পতি। ঠারুরের টুইটার অ্যাকাউন্টে গত বুধবার থেকে ওই বার্তাগুলো আসতে থাকে। এদিকে পাকিস্তানি যে নারী সাংবাদিককে ঘিরে গুঞ্জন চলছে, সুনন্দার মৃত্যুর খবরে তিনি একটি টুইট-বার্তায় লিখেছেন, আমি ভীষণভাবে আঘাত পেয়েছি। তিনি আরও লিখেছেন, এটা এতো ভয়াবহ, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এতোটাই মর্মান্তিক যে, আমি জানি জানি না কি বলা উচিত। ওই বার্তায় তিনি সুনন্দার আত্মার শান্তি কামনা করেন। গত বুধবার শশী ঠারুরের টুইটার অ্যাকাউন্টে ইঙ্গিত দেয়া হয়, লাহোরভিত্তিক সাংবাদিক মেহের তাহরারের সঙ্গে প্রণয় চলছে ৫৭ বছর বয়সী শশীর। এরপরই শশী আবার টুইটারে লেখেন যে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। মেহেরের সঙ্গে তার প্রেমের কোন সম্পর্ক নেই। এর আগে একবার সুনন্দা পুস্কর ‘দ্য ইকোনমিক টাইমস’ পত্রিকাকে বলেন, শশী বা তার অ্যাকাউন্ট কেউ হ্যাক করেনি এবং তারাই এসব বার্তা দিচ্ছেন টুইটারে। তিনি বলেছেন, লাহোরভিত্তিক মেহের তাহরার যেসব ব্যক্তিগত বার্তা শশী ঠারুরকে পাঠিয়েছেন সেগুলোই তিনি পোস্ট করেছেন। টুইটারে মেহের তারার বলেছেন, টুইটারে তিনি সব সময় প্রকাশ্যে শশী ঠারুরের প্রশংসা করেছেন। তিনি তাকে মুক্তমত লিখেছেন। তার বইয়ের পর্যালোচনা করেছেন। এ নিয়ে লুকোচুরির কিছুই নেই। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সুনন্দা পুস্করকে উদ্ধৃত করে বলেছে, তার স্বামী শশী ঠারুরের সঙ্গে মেহের তাহরারের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। এ জন্য তিনি বিচ্ছেদ চাইবেন। গত বৃহস্পতিবার এনডিটিভি চ্যানেলকে সুনন্দা পুস্কর বলেছেন, মেহের তাহরার তার স্বামীকে নিজের করে নেয়ার চেষ্টা করছেন। তবে, বিতর্ক যখন বিস্ফোরিত হলো, তখন শশী-সুনন্দা দম্পতি বললেন, তারা বিবাহিত, সুখী এবং এভাবেই বাকিটা সময় থাকতে চান। এদিকে সুনন্দার মৃত্যুতে এ ঘটনা নতুন মোড় নিয়েছে।
সূত্র - দৈনিক মানবজমিন

