আরব তরুণ প্রজন্মের মধ্যে ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবণতার ফলে তারা মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে। এ কারণে আরব মনরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও ধর্মীয় নেতারা এসব মাধ্যম সতর্কতার সঙ্গে ব্যবহারের পরামর্শ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানসিক বিভাগের পরিচালক আব্দুল রহিম আল-হাবিব জানান, সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলো মানুষের প্রাইভেসিকে সম্পূর্ণভাবে দূরে ঠেলে দিচ্ছে। এতে উদ্বেগ ও হতাশা বাড়ছে।
জেদ্দা ন্যাশনাল হাসপাতালের মনোবিদ ড. ফ্রান্সিস জেভিয়ার এ বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘কিছু মানুষ অনলাইনে অপরিচিত তরুণদের সঙ্গে বন্ধুত্ব করে। তারা একপর্যায়ে নিষিদ্ধ মাদক ও এ ধরনের ওষুধ সেবনের অনুভূতি বর্ণনা করে। এতে তরুণরা অনুপ্রাণিত হয়ে সেসব নিষিদ্ধ বস্তু গ্রহণ শুরু করে।’
এ সমস্যা সমাধানে জেভিয়ার অপরিচিত মানুষের সঙ্গে সন্তানের বন্ধুত্বের বিষয়টিতে পিতামাতার নজরদারির ওপর গুরুত্ব দেন। এ ছাড়া তাদের আচরণের পরিবর্তনও লক্ষ রাখতে হবে বলে জানান তিনি।
ড. জেভিয়ার আরো বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে। এ প্রসঙ্গে তিনি জানান, অপরিচিত মানুষের বয়স ও অন্যান্য বিষয় না জেনে তাদের সঙ্গে বন্ধুত্ব ও সম্পর্ক করার প্রবণতা ক্ষতিকর। বিশেষ করে কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেলে তরুণীদের সমস্যা বেশি বলে মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে ড. জেভিয়ার একটি ঘটনা উল্লেখ করেন, যেখানে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তরুণীটিকে ব্ল্যাকমেইল করে তার সাবেক বয়ফ্রেন্ড।
সূত্র - দৈনিক কালের কণ্ঠ

